ভোলায় জাঁকজমকপূর্ণভাবে পূজা উদযাপন

ভোলায় সোমবার থেকে জাঁকজমকপূর্ণ ভাবে শারদীয় দুর্গাপূজা উদযাপিত হচ্ছে। সোমবার রাতে ভোলা সদরের অনুজ কাহালী দুর্গাপূজা মণ্ডপ, ওয়েষ্টর্নপাড়ার মিহির লাল সাহা পূজামণ্ডপ ও রাধাগোবিন্দ্র মন্দির পূজামণ্ডপসহ বেশ কয়েকটি পূজামণ্ডপ ঘুরে দেখা গেছে, প্রায় প্রতিটি পূজামন্ডপেই যেন সাজ সাজ রব। আলোকসজ্জায় সজ্জিত পূজামণ্ডপগুলো। এ বছর ভোলা জেলায় ১১৬ টি পূজামণ্ডপে পূজা উদযাপন হচ্ছে বলে জানিয়েছেন জেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক অসীম কুমার সাহা। এর মধ্যে ভোলা সদর উপজেলায় ২৭ টি মণ্ডপে পূজা উদযাপন করা হচ্ছে। প্রতিটি পূজামণ্ডপে পুলিশ-আনসারসহ পর্যাপ্ত নিরাপত্তাও দেখা গেছে।

ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো:ফরিদুল হক খান সোমবার বিকেলে ভোলা সদর উপজেলার লক্ষ্মী গোবিন্দ্র জিওর মন্দির দুর্গাপূজা মণ্ডপে আনুষ্ঠানিকভাবে পূজা উদ্বোধন করেন। এ সময় মন্ত্রী সবাইকে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার আহ্বান জানান।

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।

You cannot copy content of this page