তজুমদ্দিনে আড়ালিয়া মাদ্রাসায় বিশৃংখলার প্রতিবাদে সংবাদ সম্মেলন
ভোলায় সূচনা সমাজ কল্যাণ সংস্থার প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
ভোলায় সূচনার সমাজ কল্যাণ সংস্থাতার ১৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। গত বৃহস্পতিবার (৭ অক্টোবর) সকালে সংস্থার বাপ্তা ইউনিয়ন পরিষদের চাচড়া ০৪ নং ওয়ার্ডে প্রধান কার্যালয়ের অফিস কক্ষে এ প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়। প্রতিষ্ঠা বার্ষিক সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা সমাজ সেবা কর্মকর্তা মোঃ দেলোয়ার হোসেন।
এ সময় তিনি বলেন, দেশ ও সমাজের উন্নয়ন করতে গেলে বেসরকারি সংস্থার মাধ্যমে উন্নয়ন করা সম্ভব। এবং জনগণকে সচেতন করা ও উদ্বুদ্ধ করার মাধ্যমে উন্নয়ন করা যায়। দেশের যুব সমাজকে দক্ষতা এবং বিভিন্ন প্রশিক্ষণে মাধ্যমে যুব সমাজকে মাদক সেবন থেকে বিরত রাখা এবং খেলাধুলা বিনোদনের মাধ্যমে যুব সমাজকে পরিবর্তন করা যায়। এ ব্যাপারে সমাজের সকল জন প্রতিনিধি, সমাজসেবক ব্যক্তিকে এগিয়ে আসার আহবান জানান।
এ সময় আরো বক্তব্য রাখেন সংস্থার মহাসচিব মোঃ হাবিবুর রহমান, ইউনিয়ন সমাজ কর্মী গোপাল দে, সংস্থার কার্যনির্বাহী কর্মকর্তাগণ বক্তব্য রাখেন।