বোরহানউদ্দিনে ইলিশ শিকারের দায়ে ৫ জেলের জেল-জরিমানা

ভেলার বোরহানউদ্দিন উপজেলায় মা ইলিশ সংরক্ষণ অভিযানে মেঘনা-তেঁতুলিয়া নদী থেকে ৬ জেলেকে আটক করা হয়েছে। আটকরা হলেন সিরাজ হাওলাদার, মো. আরিফ, মো. খোকন, মো. মনির, মো. সাগর ও মোহাম্মদ রুহুল আমিন। বুধবার রাতে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী হাকিম ও উপজেলা নির্বাহী অফিসার মো. সাইফুর রহমান আটকদের মধ্যে ৪ জনকে ১ বছর করে কারাদ- ও ১ জনকে দুই হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া একজন প্রতিবন্ধী হওয়ায় তাকে মুচলেকা নিয়ে ছেড়ে দেয়া হয়।
বোরহানউদ্দিন উপজেলা মৎস্য অফিস সূত্রে জানা যায়, মা ইলিশ রক্ষা কার্যক্রম বাস্তবায়নের লক্ষ্যে বুধবার দিনভর বোরহানউদ্দিন উপজেলার মেঘনা-তেঁতুলিয়া নদীতে নৌ পুলিশ ও থানা পুলিশের সমন্বয়ে উপজেলা প্রশাসন এবং মৎস্য অধিদপ্তরের দুটি পৃথক অভিযান পরিচালনা করা হয়। নিষিদ্ধ সময়ে মা ইলিশ শিকারের সময় ছয় জেলেকে আটক করা হয়। পরে এদের মধ্যে চারজনকে এক বছর করে কারাদ-, একজনকে দুই হাজার টাকা জরিমানা ও একজনকে মুচলেকা নিয়ে ছেড়ে দেয়া হয়।

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।