সর্বশেষঃ

লালমোহন উপজেলা চেয়ারম্যানের বৈধতা নিয়ে মামলার রায়ে বর্তমান চেয়ারম্যানই বিজয়ী

ভোলার লালমোহন উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ গিয়াস উদ্দিন আহমেদের বিরুদ্ধে চেয়ারম্যানের বৈধতা নিয়ে দায়ের করা মামলা খারিজ করে দিয়েছে ভোলার আদালত। লালমোহন উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হয় ২০১৯ সালে। তখন আওয়ামীলীগের দলীয় প্রার্থী বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ গিয়াস উদ্দিন আহমেদ নৌকা প্রতীক নিয়ে বিপুল ভোটে বিজয়ী হয়। এ ব্যাপারে স্বতন্ত্র প্রার্থী অধ্যক্ষ একেএম নজরুল ইসলাম আনারস প্রতীক নিয়ে ২য় হন।
অধ্যক্ষ একেএম নজরুল ইসলাম বিজয়ী প্রার্থীর বৈধতা চ্যালেঞ্জ করে ভোলার আদালতে মামলা দায়ের করেন। মামলায় তিনি জোর পূর্বক বিজয়ী হওয়া, অবৈধ ভোট দেওয়া, ব্যালেট পেপার পাল্টে ফেলা ইত্যাদি অভিযোগ আনেন বিজয়ী উপজেলা চেয়ারম্যানের বিরুদ্ধে। দীর্ঘদিন এ মামলার বিচার কার্য সম্পাদন করে পূণরায় ব্যালেট পেপার গোনার কাজ সম্পাদন করে আদালত। পরে রোববার অধ্যক্ষ একেএম নজরুল ইসলামের দায়ের করা মামলায় গিয়াস উদ্দিন আহমেদের পক্ষে রায় দেন। ভোলার বিজ্ঞ যুগ্ম জজ মো. জাকারিয়া এ রায় প্রদান করেন।

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।

You cannot copy content of this page