লালমোহনে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উপলক্ষে র্যালী ও আলেচনা সভা
‘তথ্য আমার অধিকার, জানতে হবে সবার’ প্রতিপাদ্যকে সামনে রেখে ভোলার লালমোহনে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে বুধবার (২৯ সেপ্টেম্বর) দুপুরে লালমোহন উপজেলা পরিষদের কার্যালয়ের সামনে থেকে একটি র্যালী বের হয়। র্যালীটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে একই জায়গায় গিয়ে শেষ হয়। পরে এ উপলক্ষে উপজেলা প্রশাসনের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মো. নুরনবী এর সঞ্চালনায় এবং নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) মো. জাহিদুল ইসলাম এর সভাপতিত্বে অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্য রাখেন, ভোলা-৩ আসনের সংসদ সদস্য আলহাজ্ব নূরুন্নবী চৌধুরী শাওন। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান গিয়াস উদ্দিন আহমেদ, ভাইস-চেয়ারম্যান আবুল হাসান রিমন, কোস্ট ফাউন্ডেশন এর সহকারী পরিচালক রাশিদা বেগম, কৃষি কর্মকতা এএফএম শাহাবুদ্দিন, মাধ্যমিক শিক্ষা কর্মকতা মো. রফিকুল ইসলাম, প্রাথমিক শিক্ষা কর্মকতা মো. আকতারুজ্জামামন মিলন, উপজেলা নাগরিক ফোরামের সদস্যসহ বিভিন্ন গণমাধ্যম কর্মীরা। মানুষের অবাধ তথ্য প্রাপ্তির অধিকারের বিষয়ে সচেতনতা বাড়াতে প্রতিবছর দিবসটি পালন করা হয়। ২০১৫ সালে ইউনেস্কোর নেওয়া সিদ্ধান্ত অনুযায়ী ২০১৬ সালের ২৮ সেপ্টেম্বর প্রথম তথ্য অধিকার দিবস পালন করা হয়। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি সেবা বিস্তৃত হওয়ায় ডিজিটাল বৈষম্যের কারণে কেউ যেন পিছিয়ে না থাকে, এবছর সে বিষয়ে গুরুত্ব দিচ্ছে ইউনেস্কো।