সর্বশেষঃ

চুরির প্রায় ১৫ ঘন্টার মধ্যেই মালামালসহ চোরকে গ্রেফতার করলো পুলিশ

ভোলার লালমোহনে চুরির প্রায় ১৫ ঘন্টা পর চুরি হওয়া ১৬টি স্মার্টফোনসহ চোরকে গ্রেফতার করেছে পুলিশ। যার বাজার মূল্য প্রায় দুই লক্ষ টাকা। রোববার বিকালে গোপন সংবাদের ভিত্তিতে পৌর শহরের ৬ নং ওয়ার্ডের কলেজ পাড়া থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত চোর ওই এলাকার হুমায়ুন কবিরের ছেলে মনজু (২২)। চুরি হওয়া মোবাইল ফোন ছাড়াও মনজুর ব্যবহারিত ৩ টি ফোন জব্দ করে পুলিশ।
লালমোহন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাকসুদুর রহমান মুরাদ বলেন, শনিবার রাতে লালমোহন পৌর শহরের মা টেলিকমের টিনের চালা কেটে দোকান থেকে প্রায় ১৭ টি স্মার্টফোন চুরি করা হয়। রোববার দুপুরের দিকে ওই দোকানের মালিক রিয়াজ বাদী হয়ে অজ্ঞাত আসামী করে লালমোহন থানায় একটি চুরির মামলা করেন। এরপর বিকালের দিকে গোপন সংবাদের ভিত্তিতে চুরি হওয়া মালামাল ও চোরের অবস্থান জানতে পেরে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।

You cannot copy content of this page