সর্বশেষঃ

করোনাযোদ্ধা বনি আমিন ও জামালকে সন্মাননা প্রদান

নিজের জীবন বিসর্জন দিয়ে করোনাকালিন সময়ে মৃত মানুষের দাফনসহ অসুস্থ্যদের সেবা-যতœ করে গেছেন হাফেজ বনি আমিন ও জামাল উদ্দিন। শুধু করোনাকালিন নয়, তারা দীর্ঘদিন যাবত এ কাজে নিজেদেরকে নিয়োজিত রেখেছেন। তারা বেওয়ারিস লাশ গোসল, দাফন ছাড়াও যেখানে মানুষ মারা গেছে এমন সংবাদ শুনেছেন, সেখানেই তারা গিয়ে হাজির হন এবং নিজ হাতে কাজ সম্পন্ন করেন। তাদের এ কাজকে ভোলার মানুষ সন্মানের চোখে দেখেন। তাদের এ কাজকে আরো উৎসাহ দানে সামাজিক সংগঠন বেষ্ট ইনিসিয়েটিভ অব ভোলা এ্যাসোসিয়েশন (বিবা) এ গুনি এবং করোনা যোদ্ধাদের সন্মাননা প্রদানের উদ্যোগ নিয়েছেন। সোমবার ভোলা প্রেসক্লাব মিলনায়তনে তাদেরকে এ সন্মাননা দেয়া হয়।

বিবা’র নির্বাহী পরিচালক মনিরুল ইসলামের সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন দৈনিক বাংলার কন্ঠ’র সম্পাদক এম হাবিবুর রহমান, বীর মুক্তিযোদ্ধা মাহাবুবুল আলম নিরব মোল্লা, জজকোর্টের পিপি অ্যাডভোকেট সৈয়দ আশরাফ হোসেন লাভু, দৈনিক আজকের ভোলা সম্পাদক মুহাম্মদ শওকাত হোসেন, গ্রামীণ জন উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক জাকির হোসেন মহিন, ভোলা জেলা আওয়ামীলীগের ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক মোঃ সফিকুল ইসলাম, নারী ও শিশু ট্রাইবুনাল এর পিপি এডভোকেট হুমায়ুন কবির প্রমুখ।

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।