লালমোহনে জোরপূর্বক জমি দখল করে বরফ মিল নির্মাণ

ভোলার লালমোহনে জোরপূর্বক জমি দখল করে বরফ মিল নির্মাণের অভিযোগ পাওয়া গেছে। উপজেলার লর্ডহার্ডিঞ্জ ইউনিয়নের গাইট্টা স্লুইজ এলাকায় এ ঘটনা ঘটে। অভিযোগ করে আলহাজ্ব ইউসূফ আলী মৃধা বলেন, গত প্রায় ৩৫ বছর আগে তার বাবা মিন্নত আলী থেকে লর্ডহার্ডিঞ্জ মৌজার জেএল নং: ৫০, খতিয়ান নং: ০৫ ও ৩০৭, দাগ নং: ২৫৫৯/২৫৮১ থেকে ১৪ শতাংশ জমি ক্রয় করেন। তবে সম্প্রতি ওই জমি স্থানীয় মো. সবুজ, ইদ্রিস মৃধা, মো. হাসান, মো. হোসেন, ইসমাইল ও ইব্রাহিম নামের কয়েকজন মিলে জোরপূর্বক দখলে নিতে ওই জমিতে বরফ মিল নির্মাণের কাজ শুরু করেছেন। এ ঘটনায় ইউসূফ আলী মৃধা লালমোহন থানায় একটি অভিযোগ দায়ের করেন। পুলিশ এর সমাধান দিলেও অভিযুক্তরা তা না মেনে জোরপূর্বক বরফ মিল নির্মাণের কাজ অব্যাহত রেখেছেন। এ ঘটনায় তিনি সঠিক বিচার কামনা করছেন। এ ব্যাপারে অভিযুক্তদের মধ্যে সবুজ নামের একজন জানান, এ জমিটি আমি ক্রয় করেছি। তারপরেও ইউসূফ আলী মৃধা আমাদের হয়রানী করতে বিভিন্নস্থানে অভিযোগ করে চলছেন।

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।