নানান সমস্যায় জর্জরিত বিচ্ছিন্ন রামদাসপুরের কয়েক হাজার মানুষ
ভোলায় লে. কর্নেল সলিমউল্লাহ সেলিমের রূহের মাগফিরাত কামনায় মিলাদ ও দোয়া অনুষ্ঠিত

ভোলার কৃতি সন্তান লে. কর্নেল (অবসরপ্রাপ্ত) এ কে এম সলিমউল্লাহ সেলিম এর রূহের মাগফিরাত কামনায় মিলাদ মাহফিল ও দোয়া মুনাজাত অনুষ্ঠিত হয়েছে। বেস্ট ইনিশিয়েটিভ অভ ভোলা এসোসিয়েশন (বিয়ে বাজার) এর আয়োজনে সোমবার (২০ সেপ্টেম্বর) সন্ধ্যায় ভোলা প্রেসক্লাব মিলনায়তনে এ দোয়া মুনাজাত অনুষ্ঠিত হয়।
দোয়া মুনাজাত অনুষ্ঠানে ভোলার কৃতি সন্তান লে. কর্নেল (অবসরপ্রাপ্ত) এ কে এম সলিমউল্লাহ সেলিম এর রূহের মাগফিরাত কামনায় এবং ভোলা-১ আসনের সংসদ সদস্য তোফায়েল আহমেদ এর রোগমুক্তি ও সুস্থ্যতা কামনা করে বিশেষ দোয়া ও মুনাজাত করা হয়। দোয়া ও মুনাজাত পরিচালনা করেন বিয়ে বাজারের সত্ত্বাধিকারী মোঃ মনিরুল ইসলাম।
এসময় উপস্থিত ছিলেন দৈনিক বাংলার কন্ঠ’র সম্পাদক এম হাবিবুর রহমান, বীর মুক্তিযোদ্ধা মাহাবুবুল আলম নিরব মোল্লা, জজকোর্টের পিপি অ্যাডভোকেট সৈয়দ আশরাফ হোসেন লাভু, দৈনিক আজকের ভোলা সম্পাদক মোঃ শওকত হোসেন, গ্রামীন জন উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক জাকির হোসেন মহিন, ভোলা জেলা আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক মোঃ সফিকুল ইসলাম, নারী ও শিশু ট্রাইবুনাল এর পিপি এডভোকেট হুমায়ুন কবির প্রমুখ।