এমপি শাওনের সুস্থতা কামনায় লালমোহনে যুবলীগের দোয়া মাহফিল

ভোলা-৩ আসনের সংসদ সদস্য আলহাজ্ব নুরুন্নবী চৌধুরী শাওন এর আশু রোগমুক্তি কামনায় ভোলার লালমোহনে দোয়া মোনাজাত ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার বাদ আসর উপজেলা যুবলীগের আয়োজনে যুবলীগ কার্যালয়ে দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়।
দোয়া মোনাজাতে অংশগ্রহণ করেন, উপজেলা যুবলীগের আহবায়ক আবুল হাসান রিমন, যুগ্ম আহবায়ক ইউসুফ মঞ্জু, শাহাজাদা পঞ্চায়েত, মনির হোসেন মাতব্বরসহ বিভিন্ন ইউনিয়ন যুবলীগের নেতাকর্মীরা।
উল্লেখ্য, শারীরিক অসুস্থতা জনিত কারণে গত শনিবার রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি হন এমপি নুরুন্নবী চৌধুরী শাওন। বর্তমানে ওই হাসপাতালেই তিনি চিকিৎসাধীন রয়েছেন।

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।