সর্বশেষঃ

লালমোহনে দৈনিক বিজনেস বাংলাদেশ এর প্রতিষ্ঠা বার্ষিকী পালন

ভোলার লালমোহনে উন্নয়ন সমৃদ্বির প্রতিদিন শ্লোগানে জাতীয় দৈনিক আজকের বিজনেস বাংলাদেশ এর প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়েছে। রবিবার (১২ সেপ্টেম্বর) সন্ধ্যার পর লালমোহন প্রেসক্লাবে এ উপলক্ষ্যে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। দৈনিক আজকের বিজনেস বাংলাদেশ পত্রিকার লালমোহন উপজেলা প্রতিনিধি একেএম হাসানাতুজ্জামান সোহাগ এর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন সরকারী শাহবাজপুর কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. মোহাম্মদ শফিকুল ইসলাম এলটি। বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন সরকারী কলেজের রাস্ট্রবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান মুহাম্মদ শাহীদ উদ্দিন। বক্তব্য রাখেন লালমোহন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জসিম জনি, সদস্য মিজানুর রহমান লিপু, নুরুল আমীন প্রমূখ।
আলোচনা সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন লালমোহন সরকারী কলেজের রসায়ন বিভাগের সহকারী অধ্যাপক মোহাম্মদ মহসীন, ইসলাম শিক্ষা বিভাগের প্রভাষক মোঃ মোস্তফা জামান সোহাগ, ব্যবস্থাপনা বিভাগের প্রভাষক মোঃ রাসেল আহমেদ, প্রেসক্লাব সহসভাপতি মাহামুদ হাসান লিটন, জসিম উদ্দিন, সদস্য সালাম সেন্টু, শংকর মজুমদার, অপু হাসান, হাসান পিন্টু, আরিফ, আবদুর রহমান নোমান, জাহিদুল ইসলাম দুলাল প্রমূখ।
আলোচনা সভায় বক্তরা বলেন, সংবাদপত্র হলো সমাজের দর্পন। আজকের বিজনেস বাংলাদেশ পত্রিকাটি ৫ বছরে পদার্পণ করায় পত্রিকা সংশ্লিস্ট সকলকে শুভেচ্ছা ও অভিনন্দন। পূর্বের ন্যায় সামনের দিকে পত্রিকাটি বস্তুনিস্ট ও নিরপেক্ষ সংবাদ প্রকাশ করবে এই আশা রাখছি।

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।

You cannot copy content of this page