ভোলায় মহিষ খামারীদের নিয়ে কর্মশালা অনুষ্ঠিত

ভোলায় গ্রামীণ জন উন্নয়ন সংস্থার আয়োজনে মহিষ খামারীদের নিয়ে এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বিশ^ব্যাংকের অর্থায়নে পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন পিকেএসএফ-এর সহযোগিতায় গ্রামীণ জন উন্নয়ন সংস্থা জিজেইউএস’র বাস্তবায়নাধীন “সাসটেইনেবল এন্টারপ্রাইজ প্রজেক্ট (এসইপি) এর আওতায় সংস্থার হলরুমে রবিবার (১২ সেপ্টেম্বর) সকালে মহিষ খামরি, গোয়ালা ও দুগ্ধজাত পণ্য প্রস্তুতকারীদের নিয়ে কর্মশালা আয়োজন করা হয়।
কর্মশালায় উপস্থিত ছিলেন সংস্থার পরিচালক (কর্মসূচি) হুমায়ুন কবির, প্রকল্প ব্যবস্থাপক (এসইপি) ডা. তরুণ কুমার পাল, টেকনিক্যাল কর্মকর্তা (এসইপি) ডা. লেলিন মজুমদার, পরিবেশ কর্মকর্তা (এসইপি) মো: আরিফুর রহমান প্রমূখ। কর্মশালায় ২০জন খামারী অংশ নেয়।