চরফ্যাশন ক্যাডেট স্কুল এন্ড কলেজে বার্ষিক বিতর্ক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ
দেশের সব চেয়ারম্যান যদি এমন কাজে এগিয়ে আসতো!
করোনার কারণে প্রায় দেড় বছর বন্ধ থাকার পর রোববার সরকারি ঘোষণা অনুযায়ী খুলে দেওয়া হয়েছে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান। দীর্ঘদিন শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকায় সরকারি নির্দেশনা থাকার পরেও অনেক শিক্ষাপ্রতিষ্ঠানে তাড়াহুড়ো করে করোনা সংক্রমণ রোধে শিক্ষার্থীদের জন্য পর্যাপ্ত বিশুদ্ধ খাবার পানি সরবরাহ, মাস্ক, হ্যান্ড সেনিটাইজার ও সাবানের ব্যবস্থা করতে কর্তৃপক্ষকে হিমশিম খেতে হতে পারে। তাই, সেই চিন্তা করে ভোলা সদর উপজেলার বাপ্তা ইউনিয়নের সব শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে বিশুদ্ধ পানি সরবরাহ, মাস্ক, হ্যান্ড সেনিটাইজার ও সাবানের ব্যবস্থা করেছেন ওই ইউনিয়নের চেয়ারম্যান মোঃ ইয়ানুর রহমান বিপ্লব মোল্লা। বাপ্তা ইউনিয়নে মোট ২৫টিরও বেশী শিক্ষাপ্রতিষ্ঠান রয়েছে বলে জানা গেছে। বাপ্তা ইউনিয়নের চেয়ারম্যানের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন স্কুল ও মাদরাসার শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকরা। তারা দারুণ খুশি। ইউপি চেয়ারম্যানের স্বাস্থ্য সুরক্ষা উপকরণ পেয়ে বাপ্তা ইউনিয়নের ২৭ নং মধ্য বাপ্তা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আঞ্জুমান আরা বেগম বলেন, বাপ্তা ইউনিয়নের চেয়ারম্যানের ব্যতিক্রম এ উদ্যোগকে আমরা সাধুবাদ জানাই। তিনি আরও বলেন, চেয়ারম্যানের দেওয়া আমাদের স্কুলের শিক্ষার্থীদের জন্য স্বাস্থ্য সুরক্ষা উপকরণ আমরা যথাযথভাবে ব্যবহার করবো। ১৩৪ নং কবি মোজাম্মেল হক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক অর্চনা চক্রবর্তী বলেন, বাপ্তা ইউনিয়নের চেয়ারম্যান ইয়ানুর রহমান বিপ্লব একজন শিশু ও শিক্ষা বান্ধব চেয়ারম্যান। তার প্রতি আমরা কৃতজ্ঞ। তিনি আরও বলেন, এ ইউনিয়নের চেয়ারম্যান বিপ্লব মোল্লা একদিকে যেমন চেয়ারম্যান হিসাবে সফল। অন্যদিকে কৃষক হিসাবেও সফল। নাসরিন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হাসান মাজহারুল হক বলেন, বাপ্তা ইউনিয়নের চেয়ারম্যানের এ উদ্যোগ প্রশংশনীয়। এ বিষয়ে বাপ্তা ইউনিয়নের চেয়ারম্যান মোঃ ইয়ানুর রহমান বিপ্লব মোল্লা বলেন, আমি বিগত বছরগুলোতেও প্রায় প্রতিটি স্কুলে স্কুল ব্যাগ, টিফিন বক্স, খেলাধূলার সামগ্রী ও শিক্ষা উপকরণ বিতরণ করেছি। তিনি আরও বলেন, বাংলাদেশের সকল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানরা যদি এই ধরনের শিক্ষা ব্যবস্থাপনা প্রসার সম্পর্কিত কার্যক্রম পরিচালনা করে তাহলে, বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলাদেশ কাঙ্ক্ষিত রুপ নিবে। এ ব্যপারে ভোলা সদর উপজেলার প্রাথমিক শিক্ষা অফিসার শেখর রঞ্জন ভক্ত বলেন, স্ব-প্রনোদিত হয়ে বাপ্তা ইউনিয়নের চেয়ারম্যান মোঃ ইয়ানুর রহমান বিপ্লব মোল্লা তার ইউনিয়নের শিক্ষাপ্রতিষ্ঠানে স্বাস্থ্য সুরক্ষা উপকরণ বিতরণ একটি মহতি উদ্যোগ। এর জন্য আমরা ওই চেয়ারম্যানের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি।