নানান সমস্যায় জর্জরিত বিচ্ছিন্ন রামদাসপুরের কয়েক হাজার মানুষ
তোফায়েল আহমেদের সুস্থ্যতা কামনায় ইলিশা ইসলামিয়া মডেল কলেজে দোয়া ও মোনাজাত

৬৯ গণঅভ্যুত্থান এর মহানায়ক, আওয়ামীলীগের উপদেষ্টা পরিষদের সদস্য, সাবেক শিল্প ও বাণিজ্যমন্ত্রী, ভোলা-১ আসনের সাংসদ আলহাজ্ব তোফায়েল আহমেদের সুস্থ্যতা কামনায় ইলিশা ইসলামিয়া মডেল কলেজে দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১২ সেপ্টেম্বর) সকালে ইলিশা ইসলামিয়া মডেল কলেজ এর শিক্ষক মিলনায়তনে এ দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়েছে।
কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ মোজহারুল ইসলামের সভাপতিত্ত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সহকারী অধ্যাপক মোঃ ফারুক, হারুন অর রশিদ, নেপাল চন্দ্র বাণিক প্রভাষক মোঃ ফখরুল আলম, শাহিনা বেগম, কামাল হোসেন, জিনাত জাহান, পাপন চন্দ্র ঘোষ, অচ্যুত কুমার দাস, শাহাদাত হোসেন, মাহাবুব আলম, ইরাদুর রহমান, সুলতানা রাজিয়া, অনামিকা মজুমদার, রিপন চন্দ্র দে, শরীর চর্চা শিক্ষক মাহফুজুর রহমান, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ের প্রদর্শক শরীফ হোসেনসহ প্রমুখ। অনুষ্ঠানের শুরুতেই পবিত্র কোরআন তেলওয়াত করেন অফিস সহকারী আবু বকর সিদ্দিক। অনুষ্ঠান সঞ্চালনা করেন ইতিহাস বিষয়ের প্রভাষক মু. আজাদ হোসেন। আলোচনা সভায় বক্তারা তোফায়েল আহমেদের সুস্বাস্থ্য ও দীঘায়ু কামনা করেন।