সর্বশেষঃ

এমপি শাওনের রোগমুক্তি কামনায় তজুমদ্দিনে মসজিদে মসজিদে দোয়া মুনাজাত

ভোলা-৩ আসনের সংসদ সদস্য এবং দৈনিক ভোলার বাণী পত্রিকার উপদেষ্টা আলহাজ্ব নুরুন্নবী চৌধুরী শাওনের রোগমুক্তি কামনা করে তজুমদ্দিনে দোয়া মুনাজাতের আয়োজন করেছেন উপজেলা যুবলীগ। রবিবার (১২ সেপ্টেম্বর) এশার নামাজের পর একযোগে উপজেলার মসজিদ গুলোতে এই দোয়ার আয়োজন করা হয়। এসময় উপজেলা জামে মসজিদে উপস্থিত ছিলেন চাঁদপুর ইউপি চেয়ারম্যান শহিদুল্যাহ কিরণ, মুক্তিযোদ্ধা মোফাজ্জল হোসেন, প্রেসক্লাব সভাপতি রফিক সাদী। উপজেলা মডেল মসজিদে ছিলেন আওয়ামীলীগ সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ হেলালউদ্দিন সুমন। থানা কমপ্লেক্স জামে মসজিদে উপস্থিত ছিলেন জেলা পরিষদ সদস্য ও উপজেলা যুবলীগ সভাপতি মেহেদি হাসান মিশু, প্রেসক্লাব সম্পাদক এম নুরুন্নবী প্রমূখ। আলহাজ্ব নুরুন্নবী চৌধুরী শাওন এমপি অসুস্থ্য হয়ে ঢাকায় এ্যাপোলো হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।

You cannot copy content of this page