তজুমদ্দিনে মহিলাদের সেলাই প্রশিক্ষণে প্রার্থী বাচাই

মহিলা বিষয়ক অধিদপ্তর কর্তৃক বাস্তবায়নাধীন “উপজেলা পর্যায়ে মহিলাদের জন্য আয়বর্ধক (আইজিএ) প্রকল্পের” আওতায় তজুমদ্দিন উপজেলার ১২ তম প্রশিক্ষণ কার্যক্রম শীঘ্রই শুরু হবে। অনলাইনে আবেদন প্রাপ্তির পর বাছাই জন্য শুক্রবার ও শনিবার প্রার্থীদের সাক্ষাতকার গ্রহন করেছেন তজুমদ্দিন উপজেলা নির্বাহি অফিসার মরিয়ম বেগম। উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রুপকুমার পাল জানান, ২৬০ জন আবেদন কারীর মধ্য থেকে ৫০জন নারীকে প্রশিক্ষণে অংশগ্রহণের জন্য বাচাই করা হয়েছে।
উপজেলা নির্বাহি অফিসার মরিয়ম বেগম জানান, জাতীয় মহিলা সংস্থা কর্তৃক পরিচালিত প্রকল্পের আওতায় নারীর ক্ষমতায়ন ও আত্মকর্মসংস্থান সৃষ্টির জন্য এ উপজেলায় আরো ৫ টি ট্রেডে প্রশিক্ষণ কার্যক্রম চালু করার প্রক্রিয়া চলমান। অনলাইনে আবেদন প্রক্রিয়ার তারিখ জানিয়ে দেয়া হবে। নারী বান্ধব এ কর্মসূচিগুলোর সফল বাস্তবায়ন হলে কর্মসংস্থান বৃদ্ধি পাবে, নারীদের মধ্যে সচেতনতা তৈরি হবে, বাল্যবিবাহ রোধ করা সম্ভব হবে।

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।