তোফায়েল আহমেদের সুস্থ্যতা কামনায় বাংলাবাজার প্রেসক্লাবে দোয়া মোনাজাত

সাবেক শিল্প ও বাণিজ্যমন্ত্রী, ভোলা -১ আসনের এম, পি, আলহাজ্ব তোফায়েল আহমেদের সুস্থ্যতা কামনায় দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১০ সেপ্টন্বর) বিকালে উপশহর বাংলাবাজার প্রেসক্লাবের উদ্যোগে এ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। দলমতের উর্ধ্বে থেকে ব্যক্তি তোফায়েল আহমেদের জন্য এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

বাংলাবাজার প্রেসক্লাব সভাপতি হাওলাদার মাকসুদের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক মীর মোহাম্মদ গিয়াস উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দক্ষিন দিঘলদী ইউনিয়নের আওয়ামীলীগের সাধারন সম্পাদক মোঃকামাল হোসেন।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, আমি তার ফ্যামিলি সদস্য হিসেবে তার সাথে যোগাযোগ করেছি।ইনশাআল্লাহ তিনি সুস্থ আছেন। আমি আশা করি তিনি অতি শীঘ্রই তার রাজনৈতিক কার্যকর্মে ফিরে আসবেন।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, প্রেসক্লাব উপদেষ্টা এম এ তাহের, মো নাসির উদ্দিন ও এমদাদ হোসেন মাস্টার এবং প্রেসক্লাব সহ সভাপতি এম এ মান্নান, সৈয়দ মো: নজরুল ইসলাম ও মাকসুদুর রহমান বাহার।
উপস্থিদ ছিলেন প্রধান শিক্ষক জসিম উদ্দিন, প্রধান শিক্ষক হেলাল উদ্দিন, বিভিন্ন স্থানীয়- জাতীয় প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকসহ অতিথিবৃন্দ।
দোয়া মোনাজাত পরিচালনা করেন হাফেজ মাও: নুরুুল করিম।

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।

You cannot copy content of this page