নারিকেল গাছ পরিস্কার করতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে শ্রমিকের মৃত্যু

ভোলার লালমোহনে নারিকেল গাছ পরিস্কার করতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে নিচে পড়ে মো. লাল মিয়া (৫৫) নামের এক শ্রমিকের মৃত্যু হয়েছে। শুক্রবার সকালে উপজেলার কালমা ইউনিয়নের ৩ নং ওয়ার্ডে এ ঘটনা ঘটে। নিহত শ্রমিক লাল মিয়া ওই এলাকার হমার বাড়ির মৃত হামিদ মিয়ার ছেলে।
জানা যায়, সকালে কালমা ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের তার বাড়ির পাশের বাড়িতে নারিকেল গাছ পরিস্কার করতে উঠে লাল মিয়া। এসময় গাছের একটি ডাল কাটলে, সে ডাল বিদ্যুতের তারের উপর পড়ে। এতে মুহুর্তেই বিদ্যুতায়িত হয়ে নিচে পড়ে যায় ওই শ্রমিক। পরে উদ্ধার করে লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।
এব্যাপারে লালমোহন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাকসুদুর রহমান মুরাদ বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তবে পরিবারের পক্ষ থেকে এ ঘটনায় কোনো অভিযোগ দেয়া হয়নি।

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।

You cannot copy content of this page