দৌলতখানে তোফায়েল আহমেদের রোগমুক্তি কামনায় দোয়া মোনাজাত
সাবেক শিল্প ও বাণিজ্যমন্ত্রী, ভোলা -১ আসনের সাংসদ আলহাজ্ব তোফায়েল আহমেদের সুস্থতা কামনায় দৌলতখানে দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকালে উপজেলার সৈয়দপুর ইউনিয়ন আওয়ামীলীগ ও ইউনিয়ন পরিষদের উদ্যোগে এ দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়।
সৈয়দপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আব্দুল মালেক মাষ্টারের সভাপতিত্বে ও ছাত্রলীগ সভাপতি মোতালেব হোসেন সবুজের সঞ্চালনায় দোয়া মোনাজাতে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মনজুর আলম খান, উপজেলা আ”লীগের সম্পাদক আনোয়ার হোসেন জাহাঙ্গীর, পৌর মেয়র জাকির হোসেন তালুকদার, উপজেলা আ’লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সাফিজল ইসলাম, ইউপি চেয়ারম্যান জি এস ভুট্ট তালুকদার, সৈয়দপুর ইউনিয়ন আলীগের সাধারণ সম্পাদক সিরাজ তালুকদার, উপজেলা আওয়ামীলীগের প্রচার সম্পাদক আলাউদ্দিন রতন, উপজেলা যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ফরহাদ হোসেব লাবু, সৈয়দপুর ইউনিয়ন আওয়ামীলীগের যুগ্ম-সম্পাদক জামাল উদ্দিন।
দোয়া মোনাজাত পরিচালনা করেন মাওলানা মাহাবুবুর রহমান।