রাজাপুরে মসজিদে সিলিং ফ্যান ও মাদ্রাসায় নগদ অর্থ দান করলেন প্রবাসী আবুল কাশেম

ভোলা সদর উপজেলার রাজাপুর ইউনিয়নের জনতাবাজার জামে মসজিদ ও ইব্রাহীমমিয়া হাফেজিয়া মাদ্রাসায় সিলিং ফ্যান ও নগদ অর্থ দান করলেন উত্তর দিঘলদী ইউনিয়নের কৃতি সন্তান প্রবাসী আবুল কাশেম। বুধবার সন্ধ্যায় ভোলা রেডক্রিসেন্ট সোসাইটির কার্যালয়ে রেডক্রিসেন্ট সোসাইটির জেলা সাধারন সম্পাদক আজিজুল ইসলাম ও প্রবাসী আবুল কাশেম এর হাত থেকে সিলিং ফ্যান ও নগদ অর্থ গ্রহন করেন ইউপি সদস্য জহিরুল ইসলাম ও জনতাবাজার মসজিদের ক্যাশিয়ার মোঃ মানিক মিয়া।
প্রবাসী আবুল কাশেম বলেন, মহান আল্লাহ্ সন্তুষ্টের জন্য আমি দান করি, কাউকে দেখানোর জন্য নয়, আমি সৌদিআরব থেকে নিজের পরিশ্রমের টাকা থেকে সামর্থ্যানুযায়ী অসহায় মানুষের মুখে হাসি ফুটাতে চাই পাশাপাশি মসজিদ মাদ্রাসায় যতটুকু সম্ভব সহযোগীতা করার চেষ্টা করি।
জেলা রেডক্রিসেন্ট সোসাইটির সাধারণ সম্পাদক আজিজুল ইসলাম বলেন, আবুল কাশেম আমাদের উত্তর দিঘলদীর গর্ব, প্রবাসে পরিশ্রমের টাকা দিয়ে ভোলার বিভিন্ন প্রত্যন্ত অঞ্চলে এতিম, দুস্থ মানুষ, মসজিদ, মাদ্রাসায় সহযোগীতা করে যাচ্ছেন।