সোহেলের বাঁচার আকুতি, প্রয়োজন সাড়ে ১০ লক্ষ টাকা

মাত্র ১৮ বছরের তরুণ মো. সোহেল। গত কয়েকদিন আগে হঠাৎ প্রচন্ড জ্বর আর কাশি দেখা দেয় তার। এরপর কাশির সাথে রক্ত বের হতে থাকে। পরে লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. মো. সোহরাওয়ার্দীর কাছে গেলে তিনি পরীক্ষা-নিরীক্ষার মাধ্যমে জানতে পারেন সোহেল ব্লাড ক্যান্সারে আক্রান্ত হয়েছেন। সে লালমোহন মডেল মাধ্যমিক বিদ্যালয়ের ২০১৯ সালের একজন এসএসসি পরীক্ষার্থী ছিলেন। ভোলার লালমোহন উপজেলার কালমা ইউনিয়নের বালুরচর এলাকার দেশপালী বাড়ি তার। দরিদ্র পরিবারের ৪ ভাই বোনের মধ্যে সকলের ছোট সোহেল। সংসারের অভাব দূর করতে পৌর শহরের একটি ক্লিনিকে চাকুরিও নেয় সে। তবে সোহেলের সব স্বপ্ন এক নিমেষেই ধুলিসাৎ করে দিয়েছে ক্যান্সার নামক ভয়ঙ্কর মরণ ব্যাধি। হতভাগা সোহেল এখন নিজেই পরিবারের কাছে বোঝা হয়ে গিয়েছে!
তবুও ছেলের ক্যান্সার আক্রান্তের খবর শুনে দরিদ্র বাবা-মা; আত্মীয় স্বজন ও প্রতিবেশীদের কাছ থেকে দারদেনা করে কিছু টাকা নিয়ে যান ঢাকায় চিকিৎসা করাতে। ঢাকার ধানমন্ডি ৯/এ এর ইবনে সিনা হসপিটাল গেলে সেখানের ডাক্তাররা জানান সোহেলের চিকিৎসা করাতে প্রয়োজন প্রায় সাড়ে ১০ লক্ষ টাকা। বর্তমানে ওই হসপিটালে ভর্তি রয়েছেন সোহেল। দরিদ্র হওয়ায় সোহেলের পরিবারের পক্ষে এত টাকা জোগাড় করা সম্ভব হচ্ছে না। তাই সোহেলকে বাঁচাতে দেশের সকল বিত্তবানদের কাছে সাধ্য অনুযায়ী আর্থিক সহযোগিতার অনুরোধ জানিয়েছেন সোহেলের পরিবার। সহযোগিতা পাঠাতে পারেন সোহেলের: ০১৭৬৩৯৯৮৫৮৬ (বিকাশ) এ নাম্বারে।

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।