মেডিকেলে চান্স পাওয়া ইশাদের পরিবারকে জেলা প্রশাসনের আর্থিক অনুদান

ভোলার লালমোহনের মো. ইশাদ ইসলাম বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজে চান্স পাওয়ায় বই প্রস্তুক ও সরঞ্জামাদি কিনার জন্য আর্থিক অনুদান প্রদান করেছে ভোলা জেলা প্রশাসন। সোমবার দুপুরে জেলা প্রশাসকের কক্ষে ইশাদের বাবার হাতে অনুদানের ২০ হাজার টাকা তুলে দেন জেলা প্রশাসক তৌফিক-ই-লাহী চৌধুরী। এরআগেও মেডিকেল কলেজে ভর্তি হওয়ার জন্য তাকে আরও ২০ হাজার টাকা অনুদান দেয়া হয়। দুই ধাপে ৪০ হাজার টাকার আর্থিক সহায়তা প্রদান করেন জেলা প্রশাসক। ইশাদ ইসলাম লালমোহন পৌরসভার নয়ানীগ্রামের ইকবাল হোসেনের ছেলে। তিনি লালমোহন সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয়ের একজন অফিস সহকারী। ইশাদ ২০২০-২১ শিক্ষাবর্ষের এমবিবিএস কোর্সের প্রথম বর্ষের ভর্তি পরীক্ষায় উর্ত্তীণ হয়ে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তির সুযোগ পেয়েছেন।

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।

You cannot copy content of this page