পদত্যাগ করলেন মিসবাহ-ওয়াকার

টি-টোয়েন্টি বিশ্বকাপ দল ঘোষণার কিছুক্ষণ পরেই বিস্ময়কর খবর দিল পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। পাকিস্তান জাতীয় ক্রিকেট দলের হেড কোচ মিসবাহ উল হক ও পেস বোলিং কোচ ওয়াকার ইউনিস পদত্যাগ করেছেন। পিসিবি এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে।
বোর্ডের সঙ্গে এখনো এক বছরের চুক্তির মেয়াদ বাকি থাকতে কেন আচমকা এই দুই কোচ পদ ছাড়লেন সেই খবরে বিস্মিত ক্রিকেটবিশ্বের অনেকে। কি কারণে পদত্যাগ করেছেন সে বিষয়ে বক্তব্য দিয়েছেন মিসবাহ ও ওয়াকার।
মিসবাহ বলেছেন, ‘দীর্ঘ সময় জৈব সুরক্ষা বলয়ে থাকায় আমি আমার পরিবারের সঙ্গে সময় কাটাতে পারছি না। এই বিষয়টি বিবেচনা করে আমি আমার দায়িত্ব থেকে সরে দাঁড়ালাম। ওয়াকার ইউনিস জানিয়েছেন, মিসবাহ সরে দাঁড়ানোর কারণেই তিনি পদত্যাগ করেছেন। তিনি বলেছেন, ‘মিসবাহ ও আমি একইসঙ্গে কাজ নিয়েছিলাম, জুটি হয়ে কাজ করেছি এবং একইসঙ্গে পদ থেকে অব্যাহতি নিচ্ছি।
এদিকে বিশ্বকাপের আগে আসন্ন নিউজিল্যান্ড সিরিজের জন্য মিসবাহ-ওয়াকারের জায়গায় অন্তবর্তীকালীন কোচ হিসেবে দায়িত্ব পালন করবেন পাকিস্তানের সাবেক দুই ক্রিকেটার সাকলায়েন মুশতাক ও আব্দুল রাজ্জাক। তথ্যসূত্র : ডন।

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।

You cannot copy content of this page