সর্বশেষঃ

দৌলতখানে প্রতিপক্ষের হামলায় নারীসহ আহত-৩

ভোলার দৌলতখানে জমি সংক্রান্ত বিরোধের জেরে নারীসহ তিন জনকে পিটিয়ে গুরুতর আহত করার অভিযোগ পাওয়া গেছে।

আহতরা হলেন, নিরু বেগম, খাদিজা আক্তার, মো. শামিম। আহতরা বর্তমানে দৌলতখান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চিকিৎসাধীন আছেন। এ ঘটনায় ভুক্তভোগী নিরু বেগমের স্বামী বাদী হয়ে থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগের প্রেক্ষিতে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন।

গত রবিবার (৫ সেপ্টেম্বর) দুপুরের দিকে উপজেলার সৈয়দপুর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের মিজি বাড়িতে এ ঘটনা ঘটে।

ভুক্তভোগী নিরু বেগমের স্বামী নাছির মিজি জানান, ‘বাড়ির সিমানা নির্ধারণ নিয়ে একই বাড়ির কাজল গংদের সাথে তাদের বিরোধ চলে আসছে। ঘটনার দিন তার স্ত্রী তাদের পালনকৃত হাঁসকে খাবার দিলে প্রতিপক্ষের হাঁস এসে ওই খাবার খেয়ে পেলে। এতে তারা বাধাঁ দিলে কাজলের নেতৃত্বে, মিন্টু, মাহবুব , ফখরুল আলম লিটন, স্বপন, শাহানাজ সহ ১০/থেকে ১৫জন মিলে তাদের উপর হামলা চালায়। এতে তারা গুরুতর আহত হয়। মারধরের বিষয়টি স্বীকার করে অভিযুক্ত কাজল মিজি জানান, সামান্য বিষয়।

দৌলতখান থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বজলার রহমান জানান, ‘এঘটনায় লিখিত অভিযোগ পাওয়া গেছে। তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।

You cannot copy content of this page