সর্বশেষঃ

দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত ব্যাক্তিকে সহায়তা করলেন ইউনুছ মিয়া

ভোলার লালমোহনে দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত ব্যাক্তিকে সাহায্যের হাত বাড়িয়ে দিলেন বেসরকারী উন্নয়ন সংস্থা দ্বীপ উন্নয়ন সংস্থার (ডাস) এর নির্বাহী পরিচালক মোঃ ইউনুছ মিয়া। রবিবার (৫ সেপ্টেম্বর) দুপুরে ইউনুছ মিয়ার ব্যক্তিগত উদ্যোগে লালমোহন উপজেলার বদরপুর ইউনিয়নের ৬নং ওয়ার্ডের পূর্ব রায়রাবাদ গ্রামের মোঃ বাচ্চু ওরপে বাদশা মিয়াকে চাল, ডাল, পিয়াজ, তৈল, আলুসহ সর্বমোট ২৫ কেজি ওজনের এক ব্যাগ খাবারের উপকরন তুলে দেন তিনি। এসময় ইউনুছ মিয়া বলেন, দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত লোকটাকে দেখে নিজ থেকে সামান্য খাবারের উপকরন দিলাম যাতে লোকটি কয়েকটি দিন মোটামুটি খেয়ে চলতে পারে।
দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত বাচ্চু ওরপে বাদশা মালামাল পেয়ে আনন্দিত হয়ে বলল, আমার এই ব্যাধির কারনে আমি কোন কাজ করতে পারিনা। মানুষের কাছে চেয়ে কোন রকমে খেয়ে পড়ে বেঁচে আছি। আজ যে মালামালগুলি পেলাম তাতে সামনের কয়েকটি দিন আমার ভালো ভাবে চলে যাবে। আমি মহান আল্লাহর কাছে ইউনুছ মিয়ার জন্য দোয়া করি আল্লাহ যেন তাকে সুস্থ ও ভালো রাখে।

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।

You cannot copy content of this page