তোফায়েল আহমেদের রোগমুক্তি কামনায় বোরহানউদ্দিনে দোয়া মোনাজাত

বাংলাদেশ সরকারের সাবেক সফল শিল্প ও বাণিজ্যমন্ত্রী আওয়ামীলীগের উপদেষ্টা ম-লীর সদস্য, ভোলা-১ আসনের এমপি আলহাজ্ব তোফায়েল আহমেদ এর রোগমুক্তি কামনায় ভোলার বোরহানউদ্দিন বাজার জামে মসজিদে দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়েছে। ভোলা জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক মেহেদি হাসান জিহাদের আয়োজনে শনিবার মাগরিব বাদ পৌর বাজার জামে মসজিদে এ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। বাজার মসজিদের ইমাম মাওলানা মিজানুর রহমান দোয়া মোনাজাত করেন। দোয়া মোনাজাতে মুসল্লিরা অংশগ্রহণ করেন।