ভোলার বিশিষ্ট ব্যবসায়ী জাহাঙ্গীর আলমের দাফন সম্পন্ন

ভোলার বিশিষ্ট ব্যবসায়ী, সমাজসেবক, পৌরসভার সাবেক কাউন্সিলর, জেলা স্বর্ণ ব্যবসায়ী সমিতির সভাপতি, ইটভাটা মালিক সমিতির সাবেক সভাপতি, পল্লীবিদ্যুৎ সমিতির সাবেক সভাপতি আলহাজ্ব জাহাঙ্গীর আলম ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি——-রাজিউন)। আজ বৃহস্পতিবার ২ সেপ্টেম্বর ভোর ৫ টা ১৫ মিনিটে চিকিৎসাধীন অবস্থায় ঢাকার স্কয়ার হাসপাতালে মৃত্যু বরন করেন। মরহুমের মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন ভোলার বাণী পরিবার। বৃহস্পতিবার বাদ আসর ভোলা সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে মরহুমের নামাজে জানাজা শেষে জামিরালতা ডাক্তার বাড়ির দরজায় মরহুমের পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।
জানাজাপূর্ব শোক প্রকাশ করে সমবেদনা জানান জেলা আওয়ামীলীগের সভাপতি ফজলুল কাদের মজনু মোল্লা, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল মমিন টুলু, জেলা বিএনপি’র সভাপতি ও সাবেক পৌর মেয়র আলহাজ্ব গোলাম নবী আলমগীর, আ’লীগ সহ-সভাপতি আনোয়ার হোসেন, তজুমদ্দিন উপজেলা চেয়ারম্যান মোশারফ হোসেন দুলাল, দৈনিক দক্ষিণ প্রান্ত পত্রিকার সম্পাদক এডভোকেট নজরুল হক অনু, বাস্তা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ইয়ানুর রহমান বিপ্লব মোল্লা। জানাজায় ইমামতি করেন মরহুমের বাড়ির মসজিদের ইমাম মাওলানা মাইনুদ্দিন।
পিতার জন্য সকলের কাছে দোয়া কামনা করে বিদায়ী বক্তব্য রাখেন মরহুমের বড় ছেলে জাহিদুর রহমান। মরহুম আলহাজ্ব জাহাঙ্গীর আলম এর মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেছেন দ্বীপকণ্ঠ ডটকম পরিবার, ভোলার বাণী পরিবার। জানাজায় দল-মত নির্বিশেষে বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। আগামী সোমবার ৬ সেপ্টেম্বর বাদ আসর মরহুমের বাড়িতে দোয়ার আয়োজন করা হয়েছে। এতে সকলের উপস্থিতি কামনা করেছেন মরহুমের পরিবার।