লালমোহনে করোনা টিকার কার্যক্রমে ব্যাপক অব্যবস্থাপনা

ভোলার লালমোহনে প্রতিদিন শতশত মানুষ টিকার জন্য লালমোহন উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে আসছে। কিন্তু প্রতিদিনই টিকা শেষ হয়ে গেছে অযুহাতে ফেরত যাচ্ছে অনেকে। সরেজমিনে মঙ্গলবার (৩১ আগস্ট) লালমোহন হাসপাতালে গিয়ে করোনার টিকা প্রদানের কার্যক্রম ব্যাপক অব্যবস্থাপনা দেখা গেছে। বহু লোক (পুরুষ/মহিলা) হাসপাতালের মধ্যে টিকা গ্রহণের জন্য হৈ চৈ করছে। টিকাদান কর্মীদের সাথে চলছে তর্কবিতর্ক। মহামারী করোনা থেকে সুরক্ষার জন্য মানুষের মধ্যে টিকার চাহিদা ব্যাপক হারে বৃদ্ধি পাচ্ছে। এজন্য সরকারী ওয়েবসাইডে রেজিষ্টেশন করে কার্ড এবং মোবাইলের ম্যাসেস নিয়ে হাপপাতালে আসছেন টিকা গ্রহণকারীরা। কিন্তু এসেই টিকা না নিয়ে ফেরত যেতে হচ্ছে। টিকা গ্রহণকারী আমজাদ, আলম, শহীদ, ইফতেখারসহ অনেকে অভিযোগ করেন, আমরা মোবাইলের ম্যাসেস পেয়ে এ পর্যন্ত ৩ বার পেয়ে টিকা নিতে এসেছি। এসে শুনি টিকা শেষ হয়ে গেছে। বাড়ী থেকে রিক্সায় ভাড়া করে প্রতিবার আসতে আমাদের অনেক টাকা খরচ হচ্ছে এবং দিনের কাজ নস্ট হচ্ছে। এভাবে সময় ও অর্থ নস্টকরে বারবার আসার পরও টিকা পাচ্ছি না। আমাদেরকে টিকা প্রদানের নামে হয়রানি করা হচ্ছে।
এ ব্যাপারে লালমোহন উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মিজানুর রহমানের মোবাইলে কল করলে তিনি রিসিভ না করায় তার বক্তব্য নেয়া সম্ভব হয়নি।

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।