দৌলতখানে তুচ্ছ ঘটনায় বৃদ্ধাকে পিটিয়ে আহত

ভোলার দৌলতখানে তুচ্ছ ঘটনার জেরে হাছিনা বেগম নামে ষাটোর্ধ্ব এক বৃদ্ধাকে পিটিয়ে গুরুতর আহত করার অভিযোগ পাওয়া গেছে। গত সোমবার(৩০ আগস্ট) বিকাল সাড়ে ৪টার দিকে উপজেলার চরখলিফা ইউনিয়নের ৭ নং ওয়ার্ডে এ ঘটনা ঘটে।

 

প্রত্যক্ষদর্শী ও আহতের পরিবার সূত্রে জানা গেছে, ওই ওয়ার্ডের সদু সরকার বাড়ির মোতাছিন মিয়ার স্ত্রী হাছিনা বেগম বিকাল বেলা বাড়ির উঠানে লাকড়ি কাটছিলো। ওই সময় একই বাড়ির ইয়াছিনের স্ত্রী জোসনা বেগম ও ছেলে সুমন উঠানে লাকড়ি রাখায় হাছিনা বেগমকে উদ্দেশ্য করে অকথ্য ভাষায় গালমন্দ করে। এসময় হাছিনা বেগমের পরিবারের সদস্যদের সাথে বাকবিতন্ডার একপর্যায়ে ইয়াছিনের ছেলে সুমন ও ভাই মতলব হাছিনা বেগমকে কিল-গুসি মেরে মাটিতে ফেলে দিয়ে গলা চেপে ধরে উপর্যুপরি কিল-গুসি মারতে থাকে। এতে সে গুরুতর আহত হয়। পরে পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে দৌলতখান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

 

আহত হাছিনা বেগম জানান, ‘উঠানে লাকড়ি রাখা নিয়ে মতলব ও সুমন আমাকে কিল-গুসি মেরে মাটিতে ফেলে দিয়ে গলা চেপে ধরে। আমার ডাক-চিৎকারে লোকজন এসে তাদের হাত থেকে আমাকে উদ্ধার করে।’ সে আরও জানায়, এর আগেও মতলব ও তার ভাতিজা সুমন আমার মেয়েকে পিটিয়ে আহত করলেও আমরা কোনো বিচার পাইনি। । আহত হাছিনা বেগমের ছেলে কামাল জানায়, ঘটনার পর থেকে অভিযুক্তরা ঘরে তালা মেরে পালিয়ে বেড়াচ্ছে। এ ব্যাপারে অভিযুক্ত মতলব ও সুমনের সাথে যোগাযোগ করতে গেলে তাদেরকে পাওয়া যায়নি। এ ঘটনায় দৌলতখান থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। এ ব্যাপারে দৌলতখান থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বজলার রহমান জানান, এ বিষয়ে লিখিত অভিযোগ পাওয়া গেছে। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।

You cannot copy content of this page