সর্বশেষঃ

ভোলায় মৎস্য চাষী ও মৎস্যজীবীদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত

‘বেশি বেশি মাঁচ চাষ করি, বেকারত্ব দুর করি’ এই স্লোগান কে সামনে রেখে, জাতীয় মৎস্য সপ্তাহ-২০২১ উদযাপন উপলক্ষে প্রান্তিক পর্যায়ের মৎস্যচাষী ও মৎস্যজীবীদের সাথে স্বাস্থ্যবিধি অনুসরনপূর্বক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৩০ আগস্ট) বিকালে ধনিয়া ইউনিয়নের নাছির মাঝি ঘাটে উপজেলা মৎস্য সম্প্রাসরণ কর্মকর্তা প্রতীক দে এর সঞ্চালনায় উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মোঃ জামাল হোসাইন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা মৎস্য কর্মকর্তা এস এম আজহারুল ইসলাম।
এসময় আরো উপস্থিত ছিলেন উপজেলা মৎস্য অফিসের কর্মরত জীবন কৃষ্ণ দাস, উপজেলা ক্ষুদ্র মৎস্যজীবি সমিতির সভাপতি মোঃ এরশাদ হোসেন, ধনিয়া ইউনিয়ন মৎস্যজীবীদের সভাপতি সফিক মাঝিসহ স্থানীয় মৎস্যজীবীবৃন্দ।
এসময় উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মৎস্যচাষী ও মৎস্যজীবীদের উদ্দেশ্য বলেন, মৎস্যজীবীদের উন্নয়নে সরকার বিজিএফ চাল বিতরণসহ বিভিন্ন প্রকল্প গ্রহন করেছেন। জেলা মৎস্য কর্মকর্তার বক্তব্য তিনি বলেন, জেলেদের জন্য সরকার বিকল্প কর্মসংস্থান ও অবৈধ জালের পরিবর্তে বৈধ জাল বিতরণের কর্মসূচি গ্রহন করেছেন।

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।

You cannot copy content of this page