ভোলায় ২ কেজি গাঁজাসহ ২ মাদক ব্যবসায়ী আটক

ভোলায় ২ কেজি গাঁজাসহ সোহরাব সরদার (৫০) ও আঃ হালিম সিকদার (৩৭) নামের ২ মাদক ব্যবসায়ীকে আটক করেছে গোয়েন্দা ডিবি পুলিশ। জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের ওসি মোঃ মাহবুবুর রহমান জানান, গতকাল রোববার সকালে ভোলা সদর উপজেলার ভেদুরিয়া ইউনিয়নের ৫নং ওয়ার্ডের লঞ্চঘাটস্থ পল্টুনের উপর থেকে তাদেরকে আটক করা হয়েছে। আটককৃত মাদক ব্যবসায়ী সোহরাব ভেদুরিয়া ইউনিয়নের চর ভেদুরিয়া এলাকার সরদার বাড়ির মোঃ আলীম উদ্দিন সরদারের ছেলে। এবং আঃ হালিম সিকদার চরফ্যাশন উপজেলার ওসমানগঞ্জ ইউনিয়নের ১ নং ওয়ার্ডের মৃত লোকেয়াতুল্লাহ সিকদারের ছেলে। তাদের কাছ থেকে ২ কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে। আটককৃত মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে মাদক মামলা প্রক্রিয়াধীন বলে জানিয়েছে ডিবি পুলিশ।