জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে ভোলায় মাছের পোনা অবমুক্তকরণ
“বেশি বেশি মাছ চাষ করি, বেকারত্ব দূর করি” এই স্লোগানকে সামনে রেখে ভোলায় জাতীয় মৎস্য সপ্তাহ-২০২১ উদ্বোধন করা হয়েছে।
ভোলা জেলা প্রশাসন, জেলা পুলিশ ও জেলা মৎস্য অধিদপ্তর এর যৌথ উদ্যোগে আজ রবিবার (২৯ আগস্ট) সকাল সাড়ে ১০টায় জেলা প্রশাসক মোঃ তৌফিক-ই-লাহী চৌধুরী প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে জেলা প্রশাসকের কার্যালয় সংলগ্ন কোর্ট জামে মসজিদের পুকুরে মাছের পোনা অবমুক্তকরণের মাধ্যমে জাতীয় মৎস্য সপ্তাহ-২০২১ এর শুভ উদ্বোধন করেন।
মাছের পোনা অবমুক্তকরণ শেষে জেলা প্রশাসকের কার্যালয়ে আলোচনা সভা ও সফল মৎস্য চাষী ও উদ্যোক্তাদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
এ সময় পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সার, জেলা মৎস্য কর্মকর্তা এস এম আজহারুল ইসলামসহ জেলা পর্যায়ের বিভিন্ন অধিদপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিল।