লালমোহন পৌরসভার উদ্যোগে পরিবেশ বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত
ভোলার লালমোহন পৌরসভার উদ্যোগে পরিবেশ বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ২৮ আগস্ট ২০২১ সকাল ১১ টায় পৌরসভার হলরুমে সহকারী প্রকৌশলী নিজাম উদ্দিনের সঞ্চালনায়, হিসাবরক্ষণ কর্মকর্তা ও ভারপ্রাপ্ত সচিব মো: নেছার উদ্দিন এর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন পৌরসভার মেয়র হাজী এমদাদুল ইসলাম তুহিন, গেষ্ট অব অনার হিসাবে বক্তব্য রাখেন বাংলাদেশ পরিবেশ আন্দোলনের (বাপা) নির্বাহী সদস্য আমিনুর রসুল, অনান্যের মধ্যে বক্তব্য রাখেন, বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব শাহাজান মিয়া, লালমোহন প্রেসক্লাবের সাধারন সম্পাদক জসিম জনি, বাজার ব্যবসায়ী সমিতির সাধারন সম্পাদক আলী রেজা মিয়া, দ্বীপশিখা মাধ্যমিক বিদ্যালয়েল প্রধান শিক্ষক ইব্রাহীম হাওলাদার, ইউনিসেফ প্রজেক্টের প্রতিনিধি মোফাজ্জল হক আল-আমিন, নাগরিক কমিটির পক্ষে নিয়াজ মুশফিক, ৭নং ওয়ার্ড কাউন্সিলর জাহেদুল ইসলাম নবীন প্রমূখ।
মতবিনিময় সভায় লালমোহন পৌরসভাকে গ্রীণ পৌরসভা গঠনের লক্ষ্যে কর্মপরিকল্পনা করা হয়। কর্মপরিকল্পনায় যে সকল বিষয়গুলি ছিল তা হলো:- বিশ্ব পরিবেশ দিবস উৎযাপন, বৃক্ষরোপন/সবুজ বনায়ন কর্মসূচি, গ্রীণ পৌরসভা গঠনের লক্ষ্যে সচেতনতামূলক কর্মসূচি (ব্যানার, পেস্টুন,পথসভা), পাখিদের আবাসস্থলের জন্য বিভিন্ন স্থানে কলস বসানো, পৌর এলাকার পুকুরের তালিকা প্রনয়ন, খেলার মাঠ সংরক্ষণ, জনসাধারনের জন্য নিরাপদ ফুটপাত সংরক্ষণ, ডিস লাইনের মাধ্যমে পরিবশে ও জনস্বাস্থ্য প্রচার, কাউন্সিলর ও পৌরকর্মকর্তাদের পরিবেশ সংক্রান্ত প্রশিক্ষণ, গ্রীণপৌরসভা প্রনয়নে কর্মকর্তার দক্ষতার ভিত্তিতে ক্রেস্টও সনদ প্রদান, গ্রীণ বাজেট ঘোষনা, বার্ষিক পর্যবেক্ষণ, গ্রীণ ট্যাক্স ধার্য এবং গ্রীণ বিপর্যয়ের জন্য জরিমানা, বর্জ্য ব্যবস্থাপনা, ক্রীড়া, শিক্ষা ও সাংস্কৃতিক অনুষ্ঠান, পরিবশে সংরক্ষনে সরকারের নীতিমালা বাস্তবায়ন, গ্রীণ পৌরসভা গঠনের লক্ষে উপদেষ্টা পরিষদ গঠন, ওয়ার্ড ভিত্তিক পর্যবেক্ষণ কমিটি গঠন।