বোরহানউদ্দিনে বেগম রোকেয়া দিবস ২০২৪ পালিত, সম্মাননা পেলেন ৫ জয়িতা
লালমোহনে ভ্রাম্যমান আদালতের অভিযান, ১৩ জনের জরিমানা
ভোলার লালমোহনে ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালনা করেন লালমোহন উপজেলা নির্বাহী অফিসার পল্লাব কুমার হাজরা। ২৮ আগস্ট সন্ধ্যার পর লালমোহন বাজরে এই অভিযান পরিচালনা করা হয়। এ সময় মাস্ক না থাকায় ১৩ জনকে ৪ হাজার ৫শত টাকা জরিমানা করা হয়। পাশাপাশি লালমোহন বাজারের ফল বিক্রেতারা ঠোঙ্গায় ভরে ফল বিক্রিতে ঠোঙ্গার ওজন ( একটির ওজন প্রায় ১শ ৩০ গ্রাম) বাদ দিয়ে ফল বিক্রির জন্য পরামর্শ দেন। ভবিষ্যতে যদি ঠোঙ্গাসহ ওজন করে ফল বিক্রি করা হয় তাহলে ভোক্তা অধিকার আইনে ফল বিক্রেতাদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জনান ইউএনও।