লালমোহনে পানিতে ডুবে শিশুর মৃত্যু

ভোলার লালমোহনে পানিতে ডুবে মো. নাভিল নামে সাড়ে তিন বছরের এক শিশুর মৃত্যু হয়েছে।
শনিবার (২৮ আগস্ট) বেলা পৌনে ১২টার দিকে উপজেলার ধলীগৌরনগর ইউনিয়নের ১নং ওয়ার্ড কুলচড়া গ্রামে এ ঘটনা ঘটে।
শিশু নাভিল ওই গ্রামের বদ্দি বাড়ির মো. নাজিম এর ছেলে।
জানা যায়, শিশুটির মা গৃহস্থালি কাজে ব্যস্ত ছিলেন, এসময় শিশুটি খেলছিল। কিছুক্ষণ পর সন্তানকে দেখতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন মা। কোথাও না পেয়ে বাড়ির পুকুরে খুঁজে শিশুকে পাওয়া যায়।
পরে তাকে লালমোহন স্বাস্থ্য কমপ্লেক্সে আনলে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন।
লালমোহন থানা অফিসার ইনচার্জ (ওসি) মো. মাকসুদুর রহমান মুরাদ জানান, এমন কোনও সংবাদ পাননি, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হবে।

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।