তজুমদ্দিনে অজ্ঞাত ব্যক্তির ভাসমান লাশ উদ্ধার

ভোলার তজুমদ্দিনের চাঁচড়া ইউনিয়ন সংলগ্ন মেঘনা নদীর তীর থেকে ভাসমান অবস্থায় ৩০/৩৫ বছর বয়সী অজ্ঞাত পুরুষের লাশ উদ্ধার করে মর্গে পাঠিয়েছে পুলিশ। থানা অফিসার ইন-চার্জ এসএম জিয়াউল হক জানান, ২৭ আগস্ট বেলা অনুমান সাড়ে ১০টার দিকে তজুমদ্দিন থানাধীন দক্ষিণ চাঁচড়া ০৮নং ওয়ার্ডস্থ হিমাংসু চন্দ্র দাশ, পিতা-মৃত ভবনী চন্দ্র দাস এর বাড়ির পূর্ব পাশে মেঘনা নদীর চরে ট্রাউজার পরিহীত ও গোল গলার হাফগেঞ্জী পড়া একজন অজ্ঞাতনামা পুরুষ ব্যক্তি মৃত লাশ উদ্ধার করা হয়। যার বয়স অনুমান ৩০/৩৫ বছর। লাশটি অর্ধগলিত পঁচা/ফোলা অবস্থায় ভাসমান ছিল।
ধারনা করা হচ্ছে যে, উক্ত মৃত ব্যক্তির দেহ মেঘনা নদীর জোয়ারের পানিতে যে কোন দিক থেকে ভেষে এসে আটকা পড়েছে। লাশ উদ্ধার করতঃ ময়না তদন্তের জন্য ভোলা সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়। তজুমদ্দিন থানার মামলা নং-০৯/২০২১, তারিখ-২৭-০৮-২০২১খ্রিঃ। মামলার তদন্তকারী অফিসার এসআই আমিনুল ইসলাম জানান, উল্লিখিত লাশের বিষয়ে কোন সন্ধান পাওয়া গেলে অত্র থানাকে জানানোর জন্য বিশেষভাবে অনুরোধ করা হলো।

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।

You cannot copy content of this page