সর্বশেষঃ

‘গৃহবন্দি’ হামিদ কারজাই ও আবদুল্লাহ

আফগানিস্তানের সাবেক প্রেসিডেন্ট হামিদ কারজাই ও কেন্দ্রীয় নেতা আবদুল্লাহ আবদুল্লাহকে গৃহবন্দি করেছে তালেবান। সিএনএনকে উদ্ধৃত করে ভারতীয় সংবাদ সংস্থা এএনআই এ খবর জানিয়েছে। গত সপ্তাহে তালেবান প্রতিনিধিরা কারজাই ও আবদুল্লাহর সঙ্গে একটি বৈঠক করেছিলেন যাকে ‘অন্তর্ভুক্তিমূলক’ সরকার গঠন প্রচেষ্টার অংশ হিসাবে বর্ণনা করা হয়েছিল।
সিএনএন-এর প্রতিবেদনে দাবি করা হয়েছে, আবদুল্লাহর বাড়ি চরমপন্থীরা ‘তল্লাশি’ করেছে। তাদের নিরাপত্তা সদস্যদেরও প্রত্যাহার করা হয়েছে। খবরে বলা হয়, বর্তমান আবদুল্লাহর বাড়িতে রয়েছেন হামিদ কারজাই।
তালেবান কাবুল নিয়ন্ত্রণে নেওয়ার পর থেকে সরকার গঠন নিয়ে হামিদ কারজাই, আব্দুল্লাহ আব্দুল্লাহ ও ধর্মীয় নেতা গুলবুদ্দিন হেকমতিয়ারের সমন্বয়ে গঠিত ‘হাই কাউন্সিল ফর ন্যাশনাল রিকন্সিলিয়েশন’-এর সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছিল। তালেবানের পরিকল্পনা অনুযায়ী দেশটির চলমান রাজনৈতিক সংকট মোকাবিলায় ও ভবিষ্যতে সরকার গঠনে তারা ১২ সদস্যের গ্র্যান্ড কাউন্সিলও তৈরি করেছেন। মনে করা হচ্ছে, মূলত বহির্বিশ্বে স্বীকৃতি পাওয়ার লক্ষ্যে এটা তাদের প্রচেষ্টার অংশ।

সুত্র : সমকাল।

 

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।