মনপুরায় ২৮ উদ্যোক্তার মাঝে বিআরডিবি ঋণ বিতরণ

“এসেছে পল্লীর শুভ দিন, বিআরডিবি দিচ্ছে এসএমই ঋণ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে ভোলার মনপুরায় করোনায় ক্ষতিগ্রস্ত ক্ষুদ্র ও মাঝারি ২৮ উদ্যোক্তার মাঝে ৫৫ লক্ষ টাকা ঋণ বিতরণ করেন বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবি)। এর মধ্যে ১৫ উদ্যোক্তা প্রত্যেককে ২ লক্ষ ৫০ হাজার টাকার চেক, ৫ উদ্যোক্তার প্রত্যেককে ২ লক্ষ টাকার চেক, ৬ উদ্যোক্তা ১ লক্ষ ৫০ হাজার টাকার চেক ও ২ উদ্যোক্তা প্রত্যেককে ১ লক্ষ টাকার চেক বিতরণ করা হয়। বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২ টায় বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবি) এর হলরুমে এই ঋণ বিতরণ করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার মোঃ শামীম মিঞার সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে ঋণ বিতরণ করেন বিআরডিবি’র উপ-পরিচালক মোঃ কামরুজ্জামান সরকার। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলার বিআরডিবি কর্মকর্তা মাহতাব উদ্দিন অপু, মনপুরা ইউপি চেয়ারম্যান আমানত উল্লা আলমগীর।

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।