বোরহানউদ্দিনে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা অভিযোগ ॥ আটক-১

ভোলার বোরহানউদ্দিনে পক্ষিয়া ইউনিয়ন এর ৭নং ওয়ার্ড এলাকায় গত মঙ্গলবার এক কলেজ ছাত্রী গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছেন বলে বোরহানউদ্দিন থানা পুলিশ জানিয়েছে। নিহত কলেজ ছাত্রীর নাম মদিনা আক্তার নিহা (১৭)।
বোরহানউদ্দিন থানা সূত্রে জানা যায়, নীহা পরিবারের সাথে পক্ষিয়া ইউনিয়নের একটি ভাড়া বাড়িতে থাকতেন। বোরহানউদ্দিন থানা পুলিশ আত্মহত্যার খবর পেয়ে মঙ্গলবার রাতে ভাড়া বাসা থেকে ওই কলেজ ছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার করে।
নিহত মদিনা আক্তার নিহার বাবা নাসিম জানান, গত ২৪ ই আগস্ট নিজ বাড়ির দোতালায় ছাদে আড়ার সঙ্গে ওড়না পেচিয়ে আত্মহত্যা করেছে তার বড় মেয়ে নীহা। পরদিন বুধবার মদিনা আক্তার নিহার প্রেিিমকের বিরুদ্ধে আত্মহত্যা প্ররোচনা মামলা দায়ের করেন তিনি।
নিহত মদিনা আক্তার নিহার মা জানান, জয় চন্দ্র দে নামে একটি ছেলে আমাদের বাসায় টিউশনি করান এবং আমার মেয়ের সাথে তার সম্পর্ক গড়ে ওঠে। মুসলিম হয়ে আমার মেয়েকে সে বিয়ে করবে বলে প্রতিশ্রুতি দেয়। ১ মাস পর তাদের বিয়ের কথাও ছিল। কিন্তু মঙ্গলবার বিকেলে জয়ের সাথে মুঠোফোনে কথা বলার পর সে আত্মহত্যা করে। সেদিন কি কথা হয়েছিল সেই ঘটনা নিশ্চিত করতে পারেনি তার পরিবার।
এ বিষয়ে জানতে চাইলে মদিনার আক্তার নিহার প্রেমিক অভিযুক্ত জয় চন্দ্র দাস জানান, আমি তার শিক্ষক হিসাবে পঞ্চম শ্রেণি থেকে অষ্টম শ্রেণি পর্যন্ত তাকে পড়িয়েছি। সেই সুবাদে তার সাথে মাঝে মধ্যে কথা হতো, মঙ্গলবার বিকেলে ওই রকমই কথা হয়েছিল। তিনি আরো জানান, আমার সাথে তার এমন কোন সম্পর্ক ছিল না। আমাকে মিথ্যা মামলায় ফাঁসানো হয়েছে।
জয় চন্দ্র দাস এর মা বিপুল দাস বলেন, আমি গরীব মানুষ ভিটে-মাটি পর্যন্ত নেই আমাদের। কিছুদিন যাবত অন্যের জমিতে ছাপড়া দিয়ে ওরকাইত থেকেছি, এখন ভাড়া থাকি। চুন বিক্রি করে আমি অনেক কষ্ট করে জয়কে মানুষ করেছি এবং তিন বছর পূর্বে বিমান বাহিনীতে ওর চাকরি হয়েছে। তিনি আরো জানান, আমার ছেলেকে ফাঁসানো হয়েছে। আমি এ মামলা থেকে অব্যাহতি চাই।
এ বিষয়ে জানতে চাইলে বোরহানউদ্দিন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল আমিন বিপিএম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আত্মহত্যার প্ররোচনা একটি মামলা দায়ের করেছেন নিহতের পরিবার। তাতে তিন জনকে আসামি করা হয়েছে। তারমধ্যে অভিযুক্তর বাবা উত্তম দাসকে আটক করা হয়েছে। তিনি আরো জানান, বুধবার লাশ ময়নাতদন্ত শেষে দাফন করা হয়েছে এবং ঘটনা তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।

You cannot copy content of this page