সর্বশেষঃ

আরেক ধাপ বড়লো স্কুল-কলেজের ছুটি

(ফাইল ছবি)

আরেক ধাপ বাড়ানো হয়েছে স্কুল কলেজের ছুটি। এই ছুটি ১১ সেপ্টেম্বর পর্যন্ত বাড়ানো হয়। করোনা সংক্রমণ পরিস্থিতির কারণে এমন সিদ্ধান্ত নেওয়া হয়। বৃহস্পতিবার দুপুরে করোনা পরিস্থিতি পর্যবেক্ষণ ও শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়ার বিষয়ে শিক্ষা মন্ত্রণালয় এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়সহ টেকনিক্যাল কমিটির সঙ্গে বৈঠক হয়। সেখানে এ সিদ্ধান্ত জানান শিক্ষামন্ত্রী দীপু মনি।
শিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ আবুল খায়ের এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পর্যায়ের শিক্ষা প্রতিষ্ঠানের চলমান ছুটি ১১ সেপ্টেম্বর পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে। দেশে করোনা ভাইরাসের সংক্রমণ ছড়িয়ে পড়লো গত বছরের ১৭ মার্চ থেকে দেশের সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হয়। সেই থেকে শিক্ষা প্রতিষ্ঠানগুলো বন্ধই আছে। শিক্ষা প্রতিষ্ঠান খোলার ঘোষণা আসলেও করোনা সংক্রমণ বেড়ে যাওয়ায় তা সম্ভব হয়নি। সম্প্রতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা পরিস্থিতি বিবেচনায় শিক্ষা প্রতিষ্ঠান খোলার ব্যবস্থা নেওয়র নির্দেশনা দিয়েছেন। এরপর থেকেই সব শিক্ষা প্রতিষ্ঠান খোলার পরিকল্পনা শুরু করেছে শিক্ষা মন্ত্রণালয়।

সুত্র : দৈনিক শিক্ষাডটকম।

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।