অবশেষে মারা গেল দৌলতখানে সড়ক দূর্ঘটনায় আহত তাহিয়া

ভোলার দৌলতখানে বাসের চাঁপায় আহত ৬ বছর বয়সী শিশু তাহিয়া অবশেষে ২দিন পর মারা গেছে। বুধবার সকালের দিকে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় তাহিয়া।
স্থানীয় লোকজন জানায়, গত সোমবার দুপুরে মৃর্ধারহাট সংলগ্ন বাড়ির সামনে দৌলতখান-বাংলাবাজার সড়কের পাশে দাঁড়িয়ে শিশুটি বাস-অটো চলাচল দেখছিল। এ সময় দৌলতখান থেকে ছেড়ে আসা পাহাড়িকা সুপার চট্রগ্রাম-জ ১০৬২ বেপরোয়া গতির ঘাতক বাসটি শিশুটিকে চাঁপা দেয়। এতে শরীর থেতলে পা ভেঙ্গে নাকমুখ থেকে ঘটনাস্থথলেই ব্যাপক রক্তক্ষরণ হয়। আহত শিশুটিকে দ্রুত চিকিৎসার জন্য ঢাকা পঙ্গু হাসপাতাল ও পরে ঢাকা মেডিকেল হাসপাতালে নেয়া হলে বুধবার সকালের দিকে তার মূত্যু হয়। মেয়ের মৃত্যুতে গভীর শোকে বাবা আনোয়ার হোসেন শিমূল বাক রুদ্ধ হয়ে গেছে। শিমূল উপজেলার হাজীপুর মাধ্যমিক বিদ্যালয়ে চাকুরি করেন। তাহিয়ার মৃত্যুতে ঘাতক বাসটিকে আটক ও বিচার দাবি করেছন এলাকাবাসী।