কালীগঞ্জে তামাক নিয়ন্ত্রণ আইন শক্তিশালীকরণ সংক্রান্ত ডরপ’র ওরিয়েন্টেশন অনুষ্ঠিত
ভোলার বোরহানউদ্দিনে আনসার ভিডিপির সদস্যদের মাঝে ত্রাণ বিতরণ

১৫ ই আগষ্ট জাতীয় শোক দিবস ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানের জন্ম শত বার্ষিকী উপলক্ষে বোরহানউদ্দিন উপজেলা আনসার ও ভিডিপি বাহিনীর মহাপরিচালক মহোদয় এ-র উপহার হিসেবে গরীব ও অস্বচ্ছল সদস্যদের মাঝে এাণ সামগ্রী বিতরণ করেন।
মঙ্গলবার (২৪ শে আগষ্ট ) সকাল ১০ ঘটিকার সময়, উপজেলা পরিষদের অফিস কার্যালয়ের সামনে উপজেলায়, ৬০টি পরিবারের সদস্যদের মাঝে ত্রান সামগ্রী বিতরণ করেন, ভোলা জেলা আনসার ভিডিপির কমান্ডার মোঃ আহসান উল্যার এর পরিচালনায়, উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা মোঃ আব্দুর রহিম ।
বোরহানউদ্দিন উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা মোঃ আব্দুর রহিম বলেন, সমগ্র বিশ্বের ন্যায় বাংলাদেশেও মহামারি করোনা ভাইরাস (কোভিড-১৯) এর দ্বিতীয় ঢেউ ভয়ংকর সংকট তৈরি করেছে। জনস্বাস্থ্য সুরক্ষায় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার দ্রুততার সাথে কার্যকরি বিভিন্ন পদক্ষেপ গ্রহন করেছে। বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী সরকারের যথাযথ নির্দেশনা মোতাবেক মহামারী করোনা ভাইরাস মোকাবেলায় দূর্যোগের শুরু থেকেই বিভিন্ন কর্যক্রম গ্রহণ করেছে।
বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল মিজানুর রহমান শামীম, বিপি, ওএসপি, এনডিসি, পিএসসি এর নির্দেশনায় বাহিনীর প্রান্তিক এলাকা পর্যন্ত বিস্তৃত স্বেচ্ছাসেবী ভিডিপি সদস্য- সদস্যাদের মাঝে দ্বিতীয়বারের মতো বাহিনীর পক্ষ থেকে ত্রাণ বিতরণ কার্যক্রম শুরু হয়েছে। ত্রাণ সামগ্রী‘র মধ্যে রয়েছে চাল, ডাল, তৈল, আলু, পিয়াজ বিতরণ করা হচ্ছে।
এ সময় উপস্থিত ছিলেন,
বোরহানউদ্দিন উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব মোঃ সাইফুর রহমান। ভোলা সদর উপজেলার উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা জনাব মোঃ মোকাম্মেল হক। উপজেলা প্রশিক্ষিকা কোহিনুর বেগম। উপজেলা আনসার ও ভিডিপি প্রশিক্ষক জনাব মোঃ আঃ রহিম, বোরহানউদ্দিন উপজেলা ভোলা। এবং মনিটরিং অফিসার মোঃ রাশেদ,প্রমূখ।