নানান সমস্যায় জর্জরিত বিচ্ছিন্ন রামদাসপুরের কয়েক হাজার মানুষ
ভোলার ভেদুরিয়ায় গবাদী পশু সুরক্ষায় প্রশিক্ষণ অনুষ্ঠিত

ভোলার ভেদুরিয়ায় গবাদী পশু পালনে ঝুঁকি হ্রাস বিষয়ক দিন ব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। সকালে সদর উপজেলার ভেদুরিয়া ইউনিয়নের ব্যাংকের হাট এলাকায় প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। পল্লীকর্ম-সহায়ক ফাউন্ডেশনের গবাদী পশু সুরক্ষাসেবা কার্যক্রমের আওতায় (এসডিসি) এর অর্থায়নে গ্রামীণ জন উন্নয়ন সংস্থা এ প্রশিক্ষণের আয়োজন করে।
প্রশিক্ষণে আলোচনা করেন- ডা. মোঃ শাহীন মাহমুদ, ভেটেরিনারি সার্জন, ভোলা সদর, ভোলা। উপস্থিত ছিলেন- ডা. মোঃ খলিলুর রহমান, উপ-পরিচালক (জিজেইউএস), ডা. তরুন কুমার পাল, প্রকল্প ব্যবস্থাপক, এসইপি প্রকল্প, ডা. আবদুর রহিম, টেকনিক্যাল অফিসার, লাইভস্টক ইউনিট। কামরুজ্জামান, সম্পশারণ কর্মকর্তা প্রমূখ। প্রশিক্ষণে বিভিন্ন শ্রেনীর ৩০জন খামারী অংশ নেয়।