সর্বশেষঃ

বাবার কবরের পাশেই চিরনিদ্রায় শায়িত হলেন বাটামারা পীর সাহেবের মেঝো ভাই

ভোলা জেলার ঐতিহ্যবাহী বোরহানউদ্দিন উপজেলার খানকায়ে বশিরিয়া বাটামারা (বাটামারা দরবার শরীফ) এর বর্তমান পীর সাহেব আলহাজ্ব মাওলানা মোহাম্মদ মুহিবুল্যাহ হুজুরের মেঝো ভাই খানকায়ে বশিরিয়া দারুচ্ছুন্নাহ আলিম মাদ্রাসার অধ্যক্ষ মাওঃ মোঃ হাবিবুল্লাহ হুজুর গতকাল রোজ শনিবার রাত আনুমানিক ১০ টার দিকে হঠাৎ হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মৃত্যুবরণ করেন। তার মৃত্যুর খবর শুনে গোটা ভোলা ও আশপাশের ধর্মভীরু মুসলমান সম্প্রদায় এবং বাটামারা খানকা শরীফের অগণিত ভক্ত বৃন্দ ও মুরিদানের ভিতর শোঁকের ছাঁয়া নেমে আসে। হুজুরের মৃত্যুর খবর সোশ্যাল মিডিয়া ও বিভিন্ন প্রচারের মাধ্যমে চারিদিকে ছড়িয়ে পড়লে গতকাল রাত থেকে আত্মীয়-স্বজন ও ধর্মভীরু মুসলমান খানকা শরীফে ভিড় জমাতে থাকে। তার মৃত্যুতে শোঁক প্রকাশ করেছেন স্থানীয় সাংসদ আলহাজ্ব আলী আজম মুকুল এমপি সহ বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ ।
দীর্ঘদিনের প্রিয় কর্মস্থল খানকায়ে বশিরিয়া বাটামারা দারুচ্ছুন্নত আলিম মাদরাসার পাশেই বোরহানউদ্দিনের বাটামারা পীর সাহেবের মেঝো ভাই মাওঃ মোঃ হাবিবুল্লাহ হুজুরের দাফন সম্পন্ন হয়েছে। জানাজা শেষে (২২ আগস্ট) রোজ রবিবার বিকেল ৪ টা ৩০ মিঃ দিকে তাকে পারিবারিক কবরস্থান পিতাঃ মরহুম মাওঃ মোঃ বশির উল্যাহ (রহঃ) কবরের পাশে সমাহিত করা হয়। জানাযার নামাজে অংশগ্রহণ করতে ভোলা জেলা ও আশপাশের বিভিন্ন জেলা উপজেলা থেকে অসংখ্য মানুষ ছুটে আসেন। এক পর্যায়ে লোক সমাগমে দরবারের মাঠ কানায় কানায় পরিপূর্ণ হয়। জানাজার নামাজে অংশগ্রহণ করেন হাজার হাজার ধর্মপ্রাণ মুসলমান মুরিদান, বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ, সুশীল সমাজ। জানাযার নামাজের ইমামতি করেন মরহুমের বড় ভাই বাটামারা পীর সাহেব আলহাজ্ব মাওলানা মোহাম্মদ মুহিবুল্যাহ।

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।