২১ শে আগষ্ট গ্রেনেড হামলা নিহতদের স্মরণে মনপুরায় আ’লীগের দোয়া ও মিলাদ

ভোলার মনপুরায় উপজেলা আ’লীগের উদ্যোগে ২১শে আগষ্ট গ্রেনেড হামলায় নিহত শহীদদের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া ও মিলাদ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শনিবার বাদ জোহর হাজিরহাট বাজার মার্কাস জামে মসজিদে এ দোয়া মিলাদ অনুষ্ঠিত হয়। দোয়া মোনাজাত পরিচালনা করেন হাজির হাট বাজার মার্কাস মসজিদের ঈমাম মাও মুফতি মোঃ ইউসুফ।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা আ’লীগের সিনিয়র সহ-সভাপতি একেএম শাহজাহান, সাধারণ সম্পাদক মোঃ জাকির হোসেন, যুগ্ম সম্পাদক মজনু ফরাজী, সাংগঠনিক সম্পাদক বায়জিদ কামাল, হাজিরহাট ইউপি চেয়ারম্যান ও যুবলীগ সিনিয়র সহ-সভাপতি মোঃ নিজাম উদ্দিন হাওলাদার, যুবলীগ সম্পাদক মনিরুজ্জামান মনির, হাজির হাট ইউনিয়ন আ’লীগ সভাপতি আবুল কাশেম মাতাব্বর, শ্রমিকলীগ সভাপতি আবুয়াল হোসেন আবু মেম্বার, যুবলীগ সাংগঠনিক সম্পাদক মোঃ বাবুল মাতাব্বর, ছাত্রলীগ সভাপতি মোঃ শামসুউদ্দিন সাগরসহ উপজেলা আ’লীগ নেতৃবৃন্দ ও সকল সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।