বৈরী আবহাওয়ার কারণে ভোলার বেতুয়া-মনপুরাসহ উপকূলীয় অঞ্চলে নৌযান চলাচল বন্ধ
আমাদের ভোলার গর্ব
শাহীন আফসার
উনসত্তরের ঐতিহাসিক গণঅভ্যুত্থানের নায়ক
ভোলার ইতিহাসের নায়ক তোফায়েল ভাই।
তুমি কিংবদন্তী ভোলার অহংকার,
বঙ্গবন্ধুর একান্ত সহচর
তুমি জায়গা করে নিয়েছো হৃদয়ে সবার।
তোমার স্বপ্ন ভোলাকে রূপসী করার,
তাই হচ্ছে দিনে দিনে চেষ্টায় তোমার।
আমরা ভোলা বাসী খুব খুশি,
তোমার উছিলায় আমাদের ভোলার ভাগ্য গিয়েছে খুলি।
তোমার অক্লান্ত পরিশ্রম, মেধা আর মননে, ভোলার এতো সৌন্দর্য বর্ধন,
ধীরে ধীরে এগিয়ে যাচ্ছে সারা দেশের সাথে আমাদের মিলন।
তুমি গরীবদের দুঃখে দুঃখী,
তাইতো সবাই দোয়া করে চায় তোমার রোগ মুক্তি।
তোমার স্থাবর অস্থাবর সব দিয়ে দিয়েছো অসহায়দের মায়ায়,
তোমার তুলনা তুমিই আর দ্বিতীয় কেউ আসবে না তোমার জায়গায়।
তুমিতো একজনই আমাদের তোফায়েল ভাই,
সবার কেবল চাই চাই আর চাই।
সবাইকে তো আর খুশি করা যায় না,তাতে কি?
তুমিতো আমাদের ভোলার গর্ব
এটাই আমাদের সেরা প্রাপ্তি!!
তোমার কাছে আমাদের অনেক ঋণ,
তোমার জন্যই আমরা ভোলায় এতো সুবিধা পাচ্ছি দিনের পর দিন।
ভোলার কতো বেকার ছেলে তোমার উছিলায় খেয়ে পড়ে বাঁচছে,
আর দু’হাত তুলে তোমায় দোয়া করছে।
তোমারও যে সমস্যা আছে
এটা আমরা কেউ ভাবিনা, শুধুই নিজের করি চিন্তা, আহা আমাকে কিছুই দিলনা।
শুধু এইটুকুই চাইবো, তুমি হাজার বছর সবার মনে বেঁচে থাকো।
আর সারা বিশ্বে যেখানেই তোমার নাম,
সেখানেই উঠে আসে ভোলার সুনাম।
ভোলার মানুষ তোমায় নিয়ে অনেক গর্বিত,
তোমার কর্মেই তা প্রমাণিত।।