নানান সমস্যায় জর্জরিত বিচ্ছিন্ন রামদাসপুরের কয়েক হাজার মানুষ
শৈশবের নিষিদ্ধ খেলা

গ্রাম বাংলার ঐতিহ্যবাহি খেলার মধ্যে মারবেল খেলা আন্যতম। বাংলাদেশর গ্রামীন জনগোষ্ঠীর কিশোর ছেলেদের সবচেয়ে আকর্ষণীয় খেলা এটি। বাবা-মার নিষেধ থাকা সত্ত্বেও এই খেলার প্রতি ঝুঁক যায় গ্রামের ছেলেরা।
মারবেল দিয়ে বিভিন্ন ধরনের খেলা, খেলা যায় যেমনঃ আন্টিস খেলা, বিগা/বাঘা খেলা, আরা-আরি খেলা, নাইকামুট খেলা, গাছা গাছি খেলা ইত্যাদি। এই খেলা খেলার জন্য কমপক্ষে দুই জন খেলোয়াড় প্রয়োজন হয় এবং পাঁচ-সাত জন বন্ধু মিলে খেলা যায়। মূলতো এই খেলা নিষ্পতি হয় অন্যের মারবেল খেলে জিতে নিজের করার মাধ্যমে। তাই এই খেলার মধ্যে জুয়া ঢুকে পরে। আনন্দের কথা এখন আর এই খেলা দেখা যায় না, একই সাথে হারিয়ে গেছে ভয়ানক এক খেলা দ্বারা।
নাফিজুর রহমান সাব্বির
ভেলুমিয়া, ভোলা।