বৈরী আবহাওয়ার কারণে ভোলার বেতুয়া-মনপুরাসহ উপকূলীয় অঞ্চলে নৌযান চলাচল বন্ধ
ভোলার মনপুরায় মাদক কারবারী আটক
ভোলার জেলার মনপুরা থানার অফিসার ইনচার্জ সাঈদ আহমেদ এর তত্ত্বাবধানে মঙ্গলবার (১৭ আগস্ট) ভোর ৫ টায় এসআই (নিঃ) মোঃ লুৎফর রহমান, এসআই (নিরস্ত্র) শ্রীকান্ত বিশ্বাস ও সংগীয় অফিসার ফোর্সের নেতৃত্বে মাদক সম্রাট মোঃ কামাল হোসেন সোহেল নামক এক মাদক ব্যবসায়ীকে আটক করেছেন।
০১নং মনপুরা ইউনিয়নের ঈশ্বরগঞ্জ ০৭নং ওয়ার্ডের লঞ্চঘাট সংলগ্ন জনৈক মোঃ মিন্টু মিয়ার দোকানের সামনে পাকা রাস্তার উপর মাদকদ্রব্য অভিযান পরিচালনা করিয়া মোট ৪০০ (চার শত) গ্রাম মাদকদ্রব্য গাঁজা সহ আসামী ১৷ মোঃ কামাল হোসেন সোহেল (৩৫), পিতা-মোঃ আবুল কাশেম, মাতা-শাহিদা বেগম, সাং-বড়ই তলা শোব্ভডা ইউনিয়ন, কেরানীগঞ্জ ০৫নং ওয়ার্ড, থানা-কেরানীগঞ্জ, জেলা-ঢাকা গ্রেফতার করেন মনপুরা পুলিশ প্রশাসন। বিষয়টিকে ওসি মনপুরা সাঈদ আহামদের মাদক অভিযানের সফলতা হিসাবে দেখছেন স্থানীয় জনগণ।
ওসি মনপুরা জানান, ভোলার সুযৌগ্য পুলিশ সুপারের নিদের্শনায় এ সফল অভিযান পরিচালিত হয়েছে। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
উল্লেখ্য উক্ত মাদক কারবারি সোহেল প্রায় ১০/১২ বছর যাবৎ মনপুরায় তার বোন শাহানাজ আক্তার রিতু, স্বামী- ডাচ বাংলা এজেন্ট ব্যাংকার মৃতঃ আলাউদ্দিন মোল্লা, সাং- চরফৈজুদ্দিন (ফকির হাট) মনপুরা,ভোলা এলাকার বাসায় আসা-যাওয়া করতেন। বর্তমানে মাদক কারবারীর পিতা মাতা ও তার পরিবার মৃতঃ আলাউদ্দিন মোল্লার নিজের বাড়ীতে অবস্থান করছেন।। জানা যায়, মাদক কারবারি সোহলসহ তার পিতা আবুল কাশেম একত্রে মাদকসহ ঢাকা থেকে লঞ্চ যোগে মাদকসহ মনপুরায় ঘাটে এসে নামলে পুলিশ প্রশাসন গোপন সাংবাদের ভিত্তিতে সফল অভিযানটি পরিচালনা করেন।