সর্বশেষঃ

রাজাপুরে রাষ্ট্রীয় সম্পদ চুরি, মালামালসহ আটক-১

রাষ্ট্র যেমন নাগরিক হিসেবে আমাদের নিরাপত্তার দায়িত্ব নেয়, তেমনি নাগরিক হিসেবে আমাদেরও দায়িত্ব দেশের বা রাষ্ট্রের সম্পদের সুরক্ষা করা। কোনো অবস্থাতেই রাষ্ট্রীয় সম্পদের ক্ষতি করা যাবে না। দেশের প্রচলিত বিভিন্ন আইন অনুযায়ী রাষ্ট্রীয় সম্পদ বিনষ্টকারীদের অপরাধী হিসেবে গণ্য করেছে। রাষ্ট্রীয় সম্পদের অনিষ্ট বা ক্ষতি করলে কঠিন শাস্তির বিধান ও রয়েছে । এদিকে ভোলার রাজাপুরের ৪নং ওয়ার্ডের দুলাল রাড়ির বাড়ির পাশে দির্ঘদিন যাবৎ দেখাযায় একটি লোহার তৈরি বয়া আকৃতির যন্ত্রাংশ পরে থাকতে দেখাযায়। ঐ যন্ত্রাংশটি গ্যাসের সাহায্যে কেটে টুকরো করে বিক্রির জন্য পাঠালে মালামাল বহনকারী ব্যানগাড়ি সহ জাহাঙ্গির নামক এক ব্যাক্তিকে আটক করেন ইলিশা নৌ পুলিশ। আটক জাহাঙ্গীর সাংবাদিকদের জানান জাহাঙ্গীর মিঝি বয়া কেটে সেই মালামাল আমার নিকট ২৫ টাকা কেজিতে বিক্রি করেছেন। আমি মাল নিয়া যাবার পথে আমাকে পুলিশ আটক করেন। অপর দিকে অভিযুক্ত জাহাঙ্গীর মিঝি বলেন বয়াটি দির্ঘ দুই তিন বছর এখানে পরে আছে মাটিতে নষ্ট হচ্ছে বলে দুলাল রাড়ী ও আমি পরামর্শ ক্রমে গ্যাস মিস্ত্রির ধারা কেটেছি, তবে পুরো বয়াটি কাটতে পারিনাই এক তৃতিয়াংশ কাটতে পারছি। তবে আপনারা এবিষয়ে বারাবারি কইরেন না। অপর দিকে দুলাল রাড়ি জানান জাহাঙ্গীর আমাকে কাটার বিষয়টি বলেছে এবং আমি কাটতেও দেখেছি এটি পরিত্যাক্ত অবস্থায় আছে বলে আমি তাকে নিষেধ করিনাই। এহেন কাজ করা ঠিক হয়েছে কিনা এমন প্রশ্নের উত্তরে দুলাল রাড়ী বলেন ঠিকতো হয়নি জানি তবে সে আমার দলীয় সহ সভাপতি হিসেবে আমি তার অপরাধ থেকে মুক্তির সমর্থন করি। আপনারা প্রকাশ প্রচার না করলে আপনাদের একটা খরচ দিবো বলেও প্রকাশ করেন দুলাল রাড়ী। রাষ্ট্রীয় সম্পদ চুরি করার বিষয়ে ৪ নং ইউপি সদস্য মাসুদ রানা বলেন দির্ঘদিন সরঞ্জামটি এখানে পরে আছে বলে আমি দেখেছি তবে এটা কাটার বিষয়টি আমি মাত্র আপনাদের নিকট শুনেছি। তবে এই রাষ্ট্রীয় সম্পদ চুরির দ্বায় তারা এড়াতে পারেনা। এবিষয়ে বাংলাদেশ অভ্যান্তরিন নৌ পরিবহন কর্তৃপক্ষ ভোলা এর টি আই জাহিদুল ইসলাম বলেন এটা আমাদের ডিপার্টমেন্টের সম্পদ হলেও দেখা শুনার জন্য আমাদের আরেকটি বিভাগ রয়েছে। তবে তিনি বলেন রাষ্ট্রীয় সম্পদের ক্ষতি করলে এর শাস্তির বিধান নিশ্চিত করা আছে। দণ্ডবিধির ৪৩১ থেকে ৪৩৮ পর্যন্ত ধারাগুলোতে রাষ্ট্রীয় সম্পদ বিনষ্টকারীদের শাস্তি সম্পর্কে বলা হয়েছে বলেও জানান তিনি। এ বিষয়ে ইলিশা নৌ থানার অফিসার ইনচার্জ বলেন আমরা মালামালসহ এক ব্যাক্তিকে আটক করেছি। এবং ঘটনাস্থল পরিদর্শন করার জন্য আমাদের একটি টিম পাঠিয়েছি, পরিদর্শনের উপর ভিত্তিকরে প্রচলিত আইনে ব্যাবস্থা গ্রহন করবো।

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।