ভোলা জেলা যুবলীগের আয়োজনে শোক দিবসের মিলাদ অনুষ্ঠিত
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও ১৫ই আগস্টের সকল মানুষ শাহাদাতবার্ষিকী উপলক্ষে ভোলা জেলা যুবলীগের আয়োজনে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ (রবিবার) মাগরিব বাদ স্বাস্থ্যবিধি মেনে জেলা যুবলীগের কার্যালয়ে শহীদদের আত্মার মাগফিরাত কামনায় মোনাজাত করা হয়।
আলোচনা ও দোয়া মাহফিলে ভোলা পৌরসভার মেয়র ও জেলা যুবলীগ এর সভাপতি আলহাজ্ব মোহাম্মদ মনিরুজ্জামান, সাধারণ সম্পাদক আতিকুর রহমান, জেলা যুবলীগের সিনিয়র সহ-সভাপতি সভাপতি আলহাজ্ব রিয়াজ উদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক শাহাবুদ্দিন লিটন, সদর উপজেলা যুবলীগের আহ্বায়ক মনিরুজ্জামান মিয়াজি, যুবলীগ নেতা সুসান রুবায়েত,মুশফিকুর, সহ যুবলীগের বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
মিলাদ ও দোয়া মোনাজাত পরিচালনা করেন মাওলানা মোহাম্মদ ইয়াকুব।